মানব সভ্যতার ইতিহাসে, পৃথিবীতে সবচেয়ে বেশী মানুষ বাস করছে আজ, সোয়া ৭ বিলিয়ন; এবং পৃথিবীতে প্রচুর মানুষ প্রয়োজনের বেশী ভোগ করছে; ফলে, বর্তমান সময়ে প্রচুর মানুষের জীবনের মান নীচুতে অবস্হান করছে; সাথে সাথে আগামী দিনের মানুষের অনেক সম্পদ আজকে অকারণ বিলাসিতায় নিশেষ হচ্ছে।
আজকে এশিয়া, আফ্রিকা ও দ: আমেরিকায় বেশীর ভাগ দেশে মানুষ ও সরকারের মাঝে সুসম্পর্ক নেই, কোন বাঁধন নেই; অনেক দেশের মানুষ তাদের সরকার ও একটা বিশেষ শ্রেণী কর্ত্তৃক পরিত্যক্ত হয়েছে।
একটা উদাহরণ, সিরিয়া; সিরিয়ার মানুষ সারা ইউরোপে ছড়ায়ে পড়েছে, এরা সিরিয়া বিরোধী নয়, এরা যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছে মাত্র; সিরিয়ার সরকার ত্রি-মুখী যুদ্ধ করছে নিজে টিকে থাকার জন্য; তারা জানে যে, তাদের মানুষ পালায়ে গেছে, তারা জানে কোথায় গেছে; কিন্তু সিরিয়ার সরকার বিদেশী সরকারগুলোকে কোনভাবে অনুরোধ উপরোধ করছে না, তাদের মানুষগুলোকে সাময়িকভাবে সাহায্য করতে; সাধারণ মানুষ নিয়ে কোন মাথা ব্যথা দেখায়নি সরকার; মানুষ নিজের চেস্টায় অন্যদের সাহায্যে বাঁচতে চেস্টা করছে।
আফগানিস্তানের সরকারের সাথে মানুষের কোন বাঁধন নেই; একই অবস্হা লিবিয়া, ইরাক, ইয়েমেনে। এমন কি পাকিস্তান, বাংলাদেশ, চীন, ফিলিপাইন তদের দরিদ্র অংশের খোঁজ রাখে না।
সিরিয়ার সরকার যেভাবে নিজের সাধারণ মানুষকে বাঁচানোর কোন চেস্টা না করে, শুধু নিজেদের ছোট একটা গ্রুপকে নিয়ে টিকে থাকার চেস্টা করছে, একই অবস্হা ঘটবে পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মিশরে।
এই মহুর্তে ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়া ব্যতিত সারা পৃথিবীতে সরকারগুলো ও সাধারণ মানুষের ভেতর শক্ত বাঁধন নেই; এখন যদি নেপোলিয়ন বা হিটলারের মতো কেহ উদয় হয়, বিশ্ব পুরোপুরি দুর্যোগের মাঝে পড়ে যাবে।
রানসফেল্ড, ডিক চেইনী ও বুশ ভয়ানক অবস্হার সৃস্টি করে গেছে; আশা ছিল ওবামা পৃথিবীতে শান্তি ফিরায়ে আনতে পারবে; কিন্ত তা ঘটেনি; ঠিক এই সময়ে, আমেরিকা প্রথমবার খুবই কম-রাজনৈতিক-দক্ষ ক্যানডিডেট নিয়ে নির্বাচন করতে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ রাত ১১:০৮