*** ট্রাম্প ৫৩% ভোট পেয়ে জয়ী হয়েছে ইন্ডিয়ানাতে, এখনই খবর পাওয়া গেলো।
**** মনে হচ্ছে, টেড ক্রুজ উইথড্র করবে, হয়তো খুব শীঘ্রই ।
***** ৫ মিনিটের মাঝেই টেড ক্রুজ উইথড্র করলো। **** এখন ট্রাম্প ক্যানডিডেট হয়ে গেলো।
প্রাইমারীতে, ট্রাম্প আজ অবধি ৯৯৬ টি ডেলিগেট পেয়েছে, পাওয়ার দরকার ১২৩৭টি; আর দরকার মাত্র ২৪১ টি; এখনো যেসব রাজ্যে ভোট হয়নি, সেখানে আছে ৫৬৫ টি ডেলিগেট ; আজকে, এখন ভোট চলছে ইন্ডিয়ানা রাজ্যে; আর ৫ ঘন্টা পরে ফলাফল জানা যাবে; এই রাজ্যে আছে ৫৭টি ডেলিগেট; ডেলিগেট হচ্ছে ১ জন মানুষ, পার্টির উঁচু ধরণের নেতা, যিনি কনভেশনে প্রাইমারী বিজয়ীকে ভোট দিয়ে প্রার্থী হতে সাহায্য করবেন; তবে, ডেলিগেটদের ভোট দেয়ার নিয়ম মোটামুটি বেশ কমপ্লেক্স। ট্রাম্প এি কমপ্লেক্স নিয়মের অবসান চায়, সে বলছে, মাথা গুনে যেই জন বেশী ভোট পায়, সে প্রার্থী হবে; এ নিয়ে সে পার্টির নেতাদের ভয়ানক খারাপ কথাও বলেছে; তাই নেতারা মোটামুটি তাকে পরাজিত করার সব চেস্টা করেছিল; কিন্তু পারেনি; এখন লেজ নাড়ছে।
আজকের ভোটে যদি ট্রাম্প জয়ী হয়, তবে সে 'কনভেনশনের' আগেই ১২৩৭ জন ডেলিগেট পেয়ে প্রার্থী হওয়ার যোগ্য হয়ে যাবার সম্ভাবনা বিশালভাবে বেড়ে যাবে, মনে হয়; যদি কনভেনশনের আগে ১২৩৭ ডেলিগেট পায়, কনভেনশনের মিটিং'এ কিছু ফরমালিটি সেরে ট্রাম্পকে প্রার্থী বানানো হবে। এখনো ভোট না হওয়া, বাকী থাকা ৫৬৫ ডেলিগেইটের ৪৭% ট্রাম্পকে পেতে হবে, এবং তার পক্ষে ৪৭% ডেলিগেইট পাওয়া সম্ভব; কারণ, আজকের ভোটেও জরীপে সে অনেক পয়ন্টে সামনে আছে।
ট্রাম্পের কাছাকাছি আছে টেড ক্রুজ; তার এখন ডেলিগেট সগখ্যা হচ্ছে, ৫৬৫ জন। সে আর কোন প্রকারেই ১২৩৭ জন পাচ্ছে না; কিন্তু সে আশা করছে, যদি কোন প্রকারে ট্রাম্প ১২৩৭ জন ডেলিগেট না পায়, তখন 'কনটেস্টেড কনভেনশন' হবে; সেখানে, প্রথম দফায় বিজয়ীদের প্রতি রাজ্যে জয়ের অনুপাতে বিজয়ীকে ভোট দিতে বাধ্য থাকিবে ডেলিগেটরা; তাতে যদি কেহ নির্বাচিত না হয়, তখন ডেলিগেটরা 'ফ্রি ডেলিগেট' হয়ে যাবে, যাকে ইচ্ছে তাকে ভোট দেবে; সবাই ভাবছে, তখন ট্রাম্প হয়তো পরাজিত হবে।
আমার মনে হয়, কনটেস্টেডেও ট্রাম্প বিজয়ী হবে; কারণ, উগ্র পন্হীরা এবার ডেলিগেট হচ্ছে।
ট্রাম্প যদি আজ জয়ী হয়, মাত্র কালিফোর্নিয়া ব্যতিত সবগুলোতে জয়ী হবে; তখন কালিফোর্নিয়াও চুপ হয়ে যাবে, তারা নিজের উপর দোষ নিবে না, ভোট দিয়ে দিবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:১৩