তুতুনের পাখি
তুতুনের ঘরের পাশে একটা মস্ত বড় গাছ আছে। প্রত্যেকদিন একটা কাঠঠোকরা পাখি গাছটায় বসে ঠকঠক করে। তুতুন বসে বসে দেখে। হয়তো হাই হ্যালোও বলে। সেটা তো আমরা এখন বুঝবো না!
তুতুনের বোতল
তুতুনের একটা গোলাপি রঙের ওয়াটার বোতল আছে। পানি খাওয়া ছাড়াও রকেট, বাবু (!) এবং লাঠি হিসেবে এর ব্যবহার হয়।
তুতুনের বই
তুতুন বই পড়ে। উল্টো করে সোজা করে এইভাবে ঔভাবে। ওর ভাষায় বই হলো "বুই"। যেকোনো কাগজই একেকটা "বুই"।
তুতুনের লিফট
একটা লাল রঙের টুল হলো তুতুনের "লিফট"৷ এটা দিয়েই তুতুন, নীচ তলা থেকে উপর (টেবিল!!) তলায় যায়।
তুতুনের চশমা
তুতুনের মা বলেন, বেশি বেশি টিভি দেখে তুতুনের চোখটা পচে গেছে। ডাক্তার মামা তুতুনকে চশমা দেন। ইয়া বড় বড় দুইটা চোখ নিয়ে তুতুন ঘুরে বেড়ায়।
তুতুনের কাকুও চশমা পরেন। তাই তুতুন বলে, কাকুর চোখ পঁচা! কাকুর চোখ পঁচা!
আঁকাবাঁকা
ছবিঃইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৫৯