হুট করেই কম্পিউটারের পার্ফরম্যান্স কমে গেছে, অন হতে অনেক সময় লাগছে, উল্টাপাল্টা লেখা বা উইন্ডো আসছে, C ড্রাইভ লাল হয়ে গেছে? এগুলোর সমাধান নিয়েই আজকের লেখা।
সমস্যাঃ আমার মনে হচ্ছে ভাইরাস এট্যাক করেছে
নিচের যেকোনো সফটওয়্যার দিয়ে পিসি স্ক্যান করুন। দুটোও ব্যবহার করতে পারেন।
১। Microsoft Safety Scanner
এটা মাইক্রোসফট কর্পোরেশনের অফিশিয়াল সফটওয়্যার।
নিচের লিংকে চলে যানঃ
https://docs.microsoft.com/en-us/windows/security/threat-protection/intelligence/safety-scanner-download
আপনার পিসির আর্কিটেকচার ( 32/64 bit) অনুযায়ী ডাউনলোড করুন।
এরপর ডাউনলোডকৃত ফাইলটি রান করুন। নিচের মতো আসবেঃ
Accept করলে এমন দেখাবেঃ
আপনার প্রয়োজন মতো Scan Type সিলেক্ট করে Scan শুরু করুন।
২। Kaspersky Virus Removal Tool (KVRT)
নিচের লিংক থেকে ডাউনলোড করুনঃ
https://www.kaspersky.com/downloads/thank-you/free-virus-removal-tool
ফাইলটি রান করলে Accept দিন। এরপর এমনটা আসবেঃ
Start Scan এ ক্লিক করে Scan শুরু করুন।
যারা উইন্ডোজ আপডেট বন্ধ রাখেন তারা এটা ডাউনলোড করুন সবার আগেঃ
https://www.microsoft.com/en-us/download/details.aspx?id=9905
সাধারণত উইন্ডোজ আপডেটের সাথে এটা প্রতিবারই ইনস্টল হয়। এর কাজই ভাইরাস সরানো। এটা চালানোর পরে উপরের গুলো ট্রাই করতে পারেন।
উপরের দুটো কিছুই পায়নি। তাহলে? আপনার টাস্ক ম্যানেজার ওপেন করুন। সার্চ বারে Task Manager লিখুন
কিংবা কি বোর্ডে
Ctrl + Alt + Del
এরপর একে একে CPU, GPU, RAM বা Memory, Network এই ট্যাবগুলো দেখুন।
কে কতটুকু রিসোর্স খাচ্ছে দেখুন। কোনো এপ্লিকেশন না চিনলে গুগল করুন।
ক্রোম অনেক বেশি ডিস্ক কিংবা রিসোর্স খাচ্ছে? কোনো Add-on থাকলে ডিলিট করুন। তারপরও না হলে ক্রোম আনইন্সটল করে দেখুন।
সমস্যাঃ আমার C ড্রাইভের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে
প্রথমে দেখুন Download ফোল্ডারের অবস্থা কেমন। যদি অনেক বেশি জিবি জায়গা নেয় তাহলে ফাইলগুলো মুভ করুন। একইভাবে Documents, Music ইত্যাদি ফোল্ডার চেক করুন। এক্সপ্লোরারের সার্চ বারে size: যত জিবি লিখে সার্চ করতে পারেন। তারপর নিচের সমাধানগুলো দেখুনঃ
সার্চবারে লিখুনঃ Disk Clean এটুকু লিখলেই হবে।
এরপর নিচের মতো ড্রাইভ সিলেক্ট করুন। Default ভাবে C drive ই থাকবে। Ok দিন। তারপর কি কি ডিলিট করবেন সিলেক্ট করুন। Downloads কে বাঁচাতে চাইলে ওটা আনসিলেক্ট করতে ভুলবেন না।
তারপর Ok ক্লিক করলে ডিলিট হয়ে যাবে।
সমস্যাঃ আপডেট করার পর এটা ওটা কাজ করছে না
ড্রাইভার হলে Roll back করতে পারেন। কিন্তু সাধারণত আমি এটা রেকমেন্ড করবো না।
সার্চ বারে লিখুনঃ Device Manager
এরপর ডিভাইসটা সিলেক্ট করে রাইট ক্লিক করুন। এমন আসবেঃ
রোল ব্যাক করা সম্ভব হলে এমন Grayed হবে না।
আপডেট আনইন্সটল করা যায়। আনইন্সটল করার আগে গুগলে দেখে নিন।
সমস্যাঃ কম্পিউটার অন হতে কয়েক যুগ লাগছে
প্রথমে টাস্ক মেনেজারের Startup ট্যাবটা দেখুন।
এখান থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার Disable করে দিন। কোনো এপ্লিকেশন সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে Disable করার আগে গুগল করে নিন।
এছাড়াও দেখুন কোনো Update, পেন্ডিং আছে কি-না। এরপরও সমস্যা রয়ে গেলে ড্রাইভের হেল্থ চেক-আপ করুন। Hard Disk Sentinel ব্যবহার করতে পারেন।
লিংকঃhttps://www.hdsentinel.com/
উপরের এন্টিভাইরাস দুটোও ট্রাই করতে পারেন।
সমস্যাঃ এটা সমস্যা ওটা সমস্যা
সার্চ বারে লিখুনঃ
Troubleshot settings
এরপর
সবার নিচের অপশনটাতে ক্লিক করলে এমনটা আসবেঃ
সমস্যা অনুযায়ী ক্লিক করুন।
সমস্যাঃ আমার উইন্ডোজ সিস্টেম ফাইল মিসিং
নিচের লিংকে সব সমাধানঃ
https://support.microsoft.com/en-us/help/929833/use-the-system-file-checker-tool-to-repair-missing-or-corrupted-system
বাংলা মেথডঃ সবার আগে কম্পুটার রিস্টার্ট করতে ভুলবেন না
পরবর্তী পোস্টঃ Ransomware
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২০ দুপুর ১২:২২