আগামীকাল ১১তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ব্লগারদের পুনর্মিলনী অনুষ্ঠান। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সামুকে নিয়ে কিছু বিচ্ছিন্ন ভাবনার চতুর্থ অংশ এটা। সবার মতামত আশা করছি।
১। এনোনিমাস ফান্ডিং এর সিস্টেম করা। ব্লগ শুধু ইন্টারনেটেই সীমাবদ্ধ নয়। তাই বন্যা বা এরকম প্রাকৃতিক দুর্যোগের সময় যেন ব্লগ সবার পাশে দাড়াতে পারে। ট্রাস্ট করা যায়।
২। ব্লগে পোস্ট নির্বাচিত পাতায় গেলে সেটার নোটিফিকেশন এলে ভালো হয়।
৩। নাইটমোড বা ডার্ক মোড। বর্তমানে অনেক সাইটেই এটা আছে।
৪। ব্লগ জরিপ বা এরকম কিছু করা। ব্লগে কি কি চাই বা মতামত নিয়ে কিছু।
৫। লিংক এড করলে স্বয়ংক্রিয়ভাবে সেটার টাইটেল এড করা। তাহলে টাইটেল আর লাগে না।
৬। নোটিফিকেশন এলগোরিদমটা চেঞ্জ করা।
৭। ব্লগ নিয়ে প্রচারণা করা। এক্ষেত্রে ফেসবুকে বুস্ট করা যেতে পারে। এছাড়াও গুগল এডস ব্যবহার করা যায়।
৮। ব্লগের অ্যাপটা ডেস্কটপ মোডের পোস্টগুলোর মতো রাখলেই বোঝা যায়। নিচের মতোঃ
সবকিছুই বোঝা যায়। মোবাইল সাইটের চেয়ে দেখতেও সুন্দর।
৯। ব্লগে এড নিয়ে একটা পেজ বানানো। ক্লিক ফর সামু টাইপ।
১০। ব্যানারের বানানের দিকে লক্ষ রাখা। এক্ষেত্রে ব্লগারদের মতামত চাওয়া যেতে পারে।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯