সামু ব্লক নিয়ে ব্লগারদের চিন্তার শেষ নেই। তাই আমার আজকের পোস্ট সামু ব্যবহারের সহজ সহজ কয়েকটি উপায় নিয়ে। এই পোস্টে মোবাইল এবং ডেস্কটপ উভয়ের জন্যই আনব্লকিং সিস্টেম নিয়ে লিখেছি। সাথে আছে বিস্তারিত স্ক্রিনশট এবং বিবরণ। আশাকরি ব্লগারদের কাজে লাগবে।
কোনো ক্লিক না করেই আনব্লক করুন সামুঃ শুধুমাত্র স্মার্টফোনে (No VPN, Proxy or TOR !!!)
১। প্রথমে নিচের লিংক থেকে আপনার প্ল্যাটফরম অনুযায়ী অ্যাপটা নামান।
এনড্রয়েডঃ https://play.google.com/store/apps/details?id=com.cloudmosa.puffinFree
আইওএসঃ https://itunes.apple.com/app/puffin-web-browser/id472937654
২। তারপর অ্যাপ ওপেন করে নিচের স্টেপগুলো ফলো করুনঃ (এন্ড্রয়েড এর জন্য)
এরপর Next চাপতে থাকুন। নিচের মতো আসবেঃ
এখানে দুটো বক্সেই টিক থাকতে হবে। টিক দেওয়াই থাকে। তাই আবারো Next চাপুন। এখন আপনার কাছে লোকেশন পারমিশন চাইবে। ভয় নেই Allow করে দিন।
এরপর ব্যবহার করতে থাকুন সামু !
আইওএসেও প্রায় সেইম

ডেস্কটপঃ
ক. ডাবল ক্লিকে সামু আনব্লকঃ
এই লিংক থেকে সফটওয়্যারটি নামানঃ (ডিরেক্ট লিংক) https://www.psiphon3.com/psiphon3.exe
অথবা ওয়েবসাইটঃ https://www.psiphon3.com/en/download.html
ফাইলটা আপনার ডেস্কটপে কপি করুন (যেখানে My computer বা This PC বা Recycle Bin থাকে সেখানে কপি করুন)।
তারপর Psiphon3 এ ক্লিক করুন। এমনটা আসবেঃ
এর সাথে আরেকটা ইন্টারনেট এক্সপ্লোরার ট্যাব ওপেন হয়। ওটা জাস্ট আপনার নিউ আইপি দেখানোর জন্য। ওটা কেটে দিলেই হবে।
এবার যেকোনো ব্রাউজারে ব্যবহার করুন সামু



খ. ক্রোম এক্সটেনশনঃ
১। গুগল ক্রোমের ওয়েব স্টোরে যান। নিচের নামটা সার্চ দিনঃ
এরপর Add to chrome এ ক্লিক করুন। এমনটা আসবেঃ
Add Extension এ ক্লিক করলে এক্সটেনশন ব্রাউজারে ডাউনলোড হবে এবং যুক্ত হবে তখন ব্রাউজারের ডান দিকের কোনায় ইনফিনিটি সাইন এর মতো একটা আইকন পাবেন। ওটায় ক্লিক করুন। এমনটা আসবেঃ
সুইচের মতো অংশটায় ক্লিক করুন। ভিপিএন অন হয়ে যাবে। এরপর মনের সুখে চালান সামু। বন্ধ করতে কোনার আইকনে ক্লিক করে সুইচটা বন্ধ করলেই হয়ে যাবে।
দেখুন সামু চলছেঃ
গ. অপেরার বিল্ট -ইন ভিপিএনঃ
এই লিংকে যানঃ https://opera.com
ব্রাউজারটি নামান এবং ইন্সটল করার সময় নিচের মতো করুনঃ
Options এ ক্লিক করুন। নিচের মতো আসবেঃ
উপরের তিনটা চেকবক্সেই টিক উঠিয়ে দিন। তারপর Install এ ক্লিক করুন।
ইনস্টলেশন হয়ে গেলে বামপাশের গিয়ার আইকনে ক্লিক করুন। নিচের মতো আইকনটাঃ
অপেরা ব্রাউজারের সেটিংস আসবে। ডানের কোনায় সার্চ বক্সে VPN লিখে এন্টার দিন। নিচের মতো আসবেঃ
ভিপিএনটা এনেবল করে দিন। এবার পুরোদমে চলুক ব্লগিং !



সামুঃ (VPN থাকলে VPN লেখা দেখাবে )
ঘ. টর ব্রাউজারঃ
লিংকঃ https://www.torproject.org/download/
ইন্সটল এন্ড কানেক্ট। দেন ব্রাউজ।
ব্রাউজিং করতে করতে এমনটা আসতে পারে। জাস্ট ক্লিক OK।
টর আর স্মার্টফোনের পাফিন ব্রাউজার সেম। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ

আরো উপায় নিয়ে পোস্ট আসবে......
Q & A :
১.উপরের সিস্টেমগুলো কি সেফ?
যতক্ষণ পর্যন্ত সাইটে SSL আছে ততক্ষণ পর্যন্ত সেফ। আর এগুলোতে আইডি হ্যাক হবার ভয় নেই বললেই চলে। SSL সাইট এবং সার্ভারের মধ্যে সিকিউর এনক্রিপ্টেড চ্যানেল তেরী করে। তাই আপনার পাসওয়ার্ড এবং বাকি লগইন ডেটা বাইরের কারো দ্বারা পড়ার উপায় থাকে না।
২.প্রক্সি দিলেন না কেন?
সেফ নয় তাই। প্রক্সি SSL থাক না থাক ডেটা জাস্ট এনক্রিপ্ট করে। সেই এনক্রিপ্টেড ডেটা প্রক্সি সাইটের সার্ভারে সেভ থাকে। যে কেউ ঐ লিংক ব্যবহার করে আপনার ডেটা হাতিয়ে নিতে পারে।
৩.কোন ক্রোম ভিপিএন জাতীয় এক্সটেনশানগুলো সেফ?
যেগুলোতে হাজার হাজার রেটিং এবং ইন্সটলেশন থাকে। আমার দেওয়া এক্সটেনশনটা ক্রোম স্টোরের এক নাম্বার ভিপিএন এক্সটেনশন। আপনি অন্য কোনো এক্সটেনশনও ব্যবহার করতে পারেন।
৪.ভিপিএন সেফ?
বলা যায়। তবে প্রিমিয়ামগুলো বদের হাড্ডি। এরা ডবল এজেন্ট এর মতো আপনার কাছ থেকেও টাকা নিবে আবার সরকারের কাছে ডেটাও বেচবে। তবে ভালো কয়েকটি হাতেগোনা ভিপিএন প্রোভাইডার আছে। তাই আমার মতে ফ্রি ব্যবহার করাই ভালো। যদি না আপনি স্পিড চান।
৫. পাফিন ব্রাউজার সেফ?
ইয়েস ! সম্পূর্ণ সেফ। এটা ক্লাউড টেকনোলজির চমৎকার এক ব্রাউজার। আমি নিজে ব্যবহার করি। যেকোনো সাইট সবসময়ই ওপেন। সাথে সুপার্ব স্পিড।
৬. এগুলো ব্যবহার করার সময় অন্য সাইট ব্যবহার করা যাবে কি?
যেসব সাইটে অর্থনৈতিক ট্রানজ্যাকশান হয় সেগুলো ব্যবহার না করাই ভালো। যেমনঃ ব্যাংকের ওয়েবসাইট, ডিজিটাল ওয়ালেট, পেপাল, বিটকয়েন ওয়ালেট।
৭.পোস্টটা এতো পরে করলেন কেন?
দেশে এসে টেস্ট করেই পোস্টটা দিলাম। সাথে মনে হয়েছিল যে, ব্লক সাময়িক সময়ের জন্য। তাই এই দেরি !!
৮.যদি কিছু হয়ে যায়?
দেন ইউজ এ্যাট ইওর ওউন রিস্ক। আসলে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। আপনার পাসওয়ার্ড চেন্জ করা গেলেও ইমেইল তো চেঞ্জ করা যাবে না। সামুর সিকিউরিটি যথেষ্ট মজবুত। সাথে আমি নিজে, সামুর নানান বিষয়ে গবেষণা করি। এর আগেও ব্লগের কিছু সিকিউরিটি সমস্যার কথা ব্লগ কতৃপক্ষকে জানিয়েছি। তাঁরা সেগুলো যথেষ্ট গুরুত্বের সাথে সমাধান করেছেন। সাইটের SSL ও আমার রেকমেন্ডেশনেই করা।
সবশেষে, হ্যাপি ব্লগিং !



পুরো পোস্টের PDF
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৯ রাত ৮:২৫