ভাইরাস ! ভাইরাস ! ভাইরাস !


শুরু হোক ভাইরাস ডিটেক্টশনঃ
1.যেকোনো ব্রাউজারে যেয়ে এড্রেস বারে লিখুনঃ https://virustotal.com
2.তারপর কিছুক্ষণ লোডিং হয়ে নিচের মতো আসবেঃ
3.এরপর কম্পিউটার বা স্মার্টফোন থেকে কোনো সাসপিশাস ফাইল চয়েজ করুন এবং Choose file তে ক্লিক করে তা আপলোড করুন। এরপর নিচের মতো আসবেঃ
4.কিছুক্ষণ পরে এমনটা দেখতে পাবেনঃ
5.স্ক্যান শেষ হলে এমনটা আসবেঃ
এর অর্থ স্ক্যানিং শেষ এবং এতগুলো এন্টিভাইরাস সাসপিশাস ফাইলটিকে ডিটেক্ট করেছে এবং এতগুলো করেনি।
6.ফাইলটি সম্পর্কে আরো জানতে Details ট্যাবে যানঃ
বাকি ট্যাবগুলো নিয়ে একটু গবেষণা করলেই আরো অনেক কিছু জানতে পারবেন

7.একটি ফাইল আগেও আপলোড করা হলে তার SHA বা হ্যাশ দিয়েই VirusTotal রেজাল্ট দেখায়। যদি আপনার মনে হয় পুনরায় স্ক্যান করা প্রয়োজন তাহলে নিচের মতো করুনঃ
উপরের নীল বাঁকানো তীরে ক্লিক করলেই রি-এনালাইজ হবে।
8.VirusTotal এর ডেস্কটপ এবং স্মার্টফোন অ্যাপ আছে। আছে ব্রাউজার এক্সটেনশন।তবে নেই কোনো অফিসিয়াল iOS অ্যাপ

Desktop: (Windows, Linux, Mac OS)
Desktop apps
এ্যান্ড্রয়েডঃ
Google Play
Browser Extension:
Browser Extensions
এবং সবশেষে......
Q&A :
Q: এটা দিয়ে পিসির সুরক্ষা করা যাবে কি?
A: না, এটা জাস্ট ফাইল এবং ইউআরএল স্ক্যানার। তবে সন্দেহজনক ফাইল সবগুলো প্রিমিয়াম এন্টিভাইরাস দিয়ে চেক করতে পারবেন। আর অ্যাপগুলো ব্যবহার করে সহজেই ফাইল চেক করতে পারবেন

Q: এন্টিভাইরাসগুলো কি প্রিমিয়াম?
A: হ্যাঁ। এগুলো এন্টিভাইরাস ফার্মের থেকে প্রদান করা হয়। বিনিময়ে এন্টিভাইরাস ফার্মগুলো ভাইরাসের স্যাম্পল পায়।
Q: এটা কোন কোম্পানির?
A: বর্তমানে গুগলের।
Q: এটার তো লিমিটেশন আছে, তাই না?
A: ফাইল আপলোড সাইজের লিমিটেশন আছে। একসময়ে একটা ফাইলই স্ক্যান করা যায়।
Q: আচ্ছা আমার পিসির জন্য কোন এন্টিভাইরাস ব্যবহার করবো?
A: Genuine Windows হলে Windows Defender ই পারফেক্ট। আর ব্যবহার করতে চাইলে, Kaspersky বা Eset বা Malwarebytes. তবে এন্টিভাইরাস কিন্তু ক্র্যাক হলে চলবে না। আসল সফটওয়্যার কিনতে হবে। ক্র্যাক করা সফটওয়্যার মানে জীবন ক্র্যাক করা

অ.টঃ অনেক সহব্লগারই আমার প্রায় প্রতিদিন করা পোস্ট নিয়ে আমার ব্লগে কিছু মন্তব্য করেছেন। পোস্টগুলো কেন এত ছোট? এমনটা প্রশ্ন করেছেন। তো সবার উদ্দেশ্যেই বলি, লেখা বড় নাকি ছোট তা দিয়ে লেখার মান যাচাই হয় না। তবে বড় লেখা চিন্তার খোরাক যোগাতে পারে। আমি লেখার ক্ষেত্রে মানটা বজায় রাখার চেষ্টা করি। বিচিত্র বিষয়ে লেখার একটা প্রবণতা আমার ভিতরে আছে। ইতোপূর্বে আমি কিছু সিরিজ শুরু করেছিলাম, যা শেষ করিনি। সময়মতো তা পোস্ট করবো। যারা মনে করছেন আমার লেখায় অনীহা তারা ঠিক। আমি প্রচুর পড়তে ভালোবাসি। তবে ব্লগে বর্তমানে ৭০ টা ড্রাফট পোস্ট আছে। আর প্রতিদিন পোস্ট করার কারন হলো ব্লগে পোস্ট সংকট। ব্লকের কারনে নিতান্তই নূন্যতম লেখা আসছে

সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ সকাল ১১:০৭