কাভা ভাইয়ের অনুরোধে আজ আমার এই ইশতেহারনামা।
আমার ইশতেহারঃ
১.শিক্ষাঃ প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে শিক্ষাদান করা হবে। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে। আরও প্রতিষ্ঠান সরকারী করা হবে। দেশের কোনায় কোনায় লাইব্রেরি স্থাপন করা হবে । সরকার হতে কারিগরি শিক্ষার উন্নয়ন করা হবে । শিক্ষিত বেকারদের ভাতা প্রদান করা হবে। শিক্ষা ক্ষেত্রের সকল নিয়োগে যোগ্যতম প্রার্থী প্রাধান্য পাবে। বাজেটে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়বে। মেধার পাচার রোধ করা হবে।
২.সরকারঃ একজন প্রধানমন্ত্রী দুই বারের বেশী মন্ত্রী থাকতে পারবেন না। বিষয়টি রাষ্ট্রপতির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দলে শিক্ষিত তরুণদের প্রাধান্য দেওয়া হবে।
সাংসদ বা মন্ত্রী হওয়ার ক্ষেত্রে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকবে । তবে তা স্বতন্ত্র সাংসদদের ক্ষেত্রে প্রযোজ্য নহে । দলের নেতৃত্বে একজন নেতা ১০ বছরের বেশী থাকতে পারবেন না। দূর্নীতির ছোয়া লাগা ব্যক্তিকে কোনো পদে রাখা হবে না।
৩.যোগাযোগঃ রাস্তা বর্ধিত করা হবে। ট্রাফিক আইনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে। সাইকেল এবং এম্বুলেন্স এর জন্য আলাদা লেন থাকবে। ট্রেনে আরও বগি সংযোজন করা হবে। আরও এলাকায় রেলওয়ে স্থাপন করা হবে। নতুন কিছু বিমানবন্দর তৈরী করা হবে।
৪.শিল্প ও অর্থনীতিঃ নতুন নতুন শিল্প এলাকা স্থাপন করা হবে । শুল্ক কমানো হবে । বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হবে। ইলেকট্রনিকক্স ও ইলেকট্রিক দ্রব্যে ভ্যাট কমানো হবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে উপর্যুক্ত শর্ত থাকবে। কৃষি খাতে বাজেট বাড়ানো হবে। দ্রব্যমূল্যের দাম নির্দিষ্ট সীমায় রাখা হবে।
৫.প্রযুক্তিঃ ইন্টারনেটের দাম কমানো হবে। বাকস্বাধীনতা নিশ্চিত করা হবে । যাবতীয় বিতর্কিত ধারা রদ করা হবে। আজেবাজে এবং ভুয়া সাইট বন্ধ করা হবে।
৬.আইনঃ সমগ্র বিচার ব্যবস্থাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। নিয়োগ ক্ষেত্রে সচ্ছতা প্রদর্শন করা হবে।
৭.সংস্কৃতি ও ঐতিহ্যঃ দেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলো ধরা হবে। মুক্তিযুদ্ধের কথামালা প্রত্যেক শ্রেণীতে অত্যাবশক হিসেবে খাকবে। পর্যটন খাতে উন্নয়ন করা হবে। পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সকল ধর্মের মানুষের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে।
কি যে হযবরল লিখেছি


দেখি কি হয়

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭