সামু নিয়ে আমার কিছু ভাবনার ২য় অংশ এটা । পূর্ববর্তী পোস্ট সামু ভাবনা - ১ এ কমেন্ট করা কয়েকজন ব্লগারের ভাবনাও এই পোস্ট এ যোগ করা হলো।
ভাবনা ১০
বর্তমানে সামুর Android App আছে। কিন্তু ব্লগে একমাত্র নোটিশবোর্ডের পোস্ট বাদে অন্য কোথাও এপের লিংক নেই। তাই ব্লগের উপর্যুক্ত স্থানে এ সম্পর্কিত লিংক রাখতে হবে।
ভাবনা ১১
ড্রাফট করা পোস্ট পাবলিশ করতে গেলে ড্রাফটের সময় অনুসারেই পোস্ট প্রথম পাতায় আসে। এক্ষেত্রে যখন পোস্ট পাবলিশ করা হয় সেই সময়েই পোস্টটি পাবলিশ করতে ড্রাফট আপডেট করতে হয়। তাই এই বিষয়ে কিছু করা যেতে পারে।
ভাবনা ১২
নিজের ব্লগপোস্ট এ নিজের মন্তব্যে বানান ভুল ঠিক করা অপশন থাকা উচিৎ। অনেক সময় বানান ভূল হয়ে যায়। এক্ষেত্রে যেহেতু নিজের পোস্ট তাই ব্লগাররা ইচ্ছা করলেই নিজের বানান ভুল হওয়া মন্তব্য মুছতে পারেন। তবুও এ বিষয়টা ভেবে দেখা যেতে পারে।
ভাবনা ১৩
ব্লগে ইমেইল চেন্জ করার কোনো অপশান নেই। ফলে ইমেইল হ্যাক হলে বা অন্য কোনো কারনে ব্লগে ইমেইল চেঞ্জ করতে ফিডব্যাক অপশন ব্যবহার করতে হয়। কিন্তু বেশিরভাগ সময়ই ফিডব্যাক কাজ করে না। তাই এ ধরনের অপশান রাখা যেতে পারে।
ভাবনা ১৪
বিষয় ভিত্তিক ব্লগ আছে। কিন্তু সেখানে তেমন নতুন পোস্ট আসে না। অন্যদিকে বেশিরভাগ বিষয়ই সেখানে নেই। তাই পোস্ট করার সময়ই বিষয় ভিত্তিক ব্লগ এ যাবে কিনা তা নির্ধারণ করার অপশন রাখা যেতে পারে। আবার প্রাসঙ্গিক বিষয়ও যোগ করতে হবে ।
ভাবনা ১৫
ব্লগে অনেক সময় বেশি ছবি সংবলিত পোস্ট দিলে প্রথম পাতা ভরে যায় । তাই এর জন্য পোস্ট করার নির্দেশনা থাকলে ভালো হয়।
ভাবনা ১৬
সামুতে বহুবছর ধরে কোনো নতুন ইমোটিকন নেই। কিছু নতুন ইমোটিকন যোগ করা যেতে পারে।
ভাবনা ১৭
সামুতে কোনো ব্লগারের ব্লগের লিংক দিতে লিংক কপি করা লাগে। এক্ষেত্রে @Blogger_Name এজাতীয় লেখার প্রচলন করা যেতে পারে। এভাবে লিখলেই ব্লগারের নাম লিংকসহ আসবে। অনেকটা হ্যাশট্যাগ টাইপ সিস্টেম।
ভাবনা ১৮
সামুতে কোনো থিম পরিবর্তন এর ব্যবস্থা নেই । বর্তমানে অনেক ওয়েবসাইটেই থিম পরিবর্তন করা যায়। এতে ব্যবহারকারী নিজের পছন্দমতো লুক পেতে পারে। তাই এ বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
ভাবনা ১৯
সামুর ট্রান্সপারেন্সি রিপোর্ট সম্পর্কে তেমন কোনো কিছু নেই। এ বিষয় এ পোস্ট ও হয় না। এই বিষয় এ পোস্ট করা যেতে পারে।
আপনাদের কারো কোনো ভাবনা থাকলে কমেন্ট করতে ভুলবেন না
*যাদের ভাবনাগুলো এসেছেঃ
ক. ব্লগার আরোগ্য (১১ নং)
খ.ব্লগার নীল আকাশ (১২ নং)
গ.ব্লগার ফণীমনসা (১২ নং)
ঘ.ব্লগার অপু দ্যা গ্রেট (১৩ নং)
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮