কবে থেকে সামুতে আসা শুরু করি তা আজ বিস্তৃতির অন্তরালে । এত বছর এর ঘোরাঘুরিতে সামুর কিছু বিষয় নিয়ে আমার ভাবনা শেয়ার করবো আজ।
ভাবনা ১
সামুতে কোনো SSL দেওয়া নেই। কিন্তু বর্তমান সময়ের বেশিরভাগ ওয়েবসাইটেই SSL Certificate আছে । SSL থাকলে ব্রাউজার সাধারণত সেফ সাইট ধরে নেয় । SSL থাকলে ব্রাউজার ও সাইটের যোগাযোগ সিকিউর হয় । তাই আমার মতামত হলো সামুতে SSL ব্যবহার করা। এজন্য Let's Encrypt এর বিনামূল্যের Certificate ব্যবহার করা যায় । সবচেয়ে বহুল প্রচলিত সার্টিফিকেট হলো Comodo এর SSL Certificate। এটাও ব্যবহার করা যায়। তাছাড়াও cPanel,DDOS mitigation Firm,Hosting হতে Certificate নেওয়া যায় । বর্তমান সাইবার এটাকের যুগে SSL একটি অত্যাবশ্যক জিনিস।
ভাবনা ২
সামুর নোটিফিকেশন সেই প্রাচীন কাল থেকেই নড়বড়ে। বর্তমানে নতুন মন্তব্যের নোটিফিকেশন সঠিকভাবে আসে। কিন্তু কেউ অনুসরণ করলে সেই নোটিফিকেশন এর কাউন্ট দেখায় কিন্তু প্রেস করলে ০ নোটিফিকেশন দেখায় । এটা মন্তব্যের ক্ষেত্রেও দেখা যায় । তাই আমার মতামত হলো মন্তব্যের নোটিফিকেশন আলাদা এবং বাকী নোটিফিকেশন আলাদা ভাবে দেখানো। ঠিক যেমনটা ফেসবুকে দেখা যায়।
ভাবনা ৩
সামুতে কোনো DDOS প্রোটেকশান আছে কিনা জানতে চাই । না থাকলে আমার মতামত হলো Google এর Project Shield ব্যবহার করা। এটি বাদেও Akamai,CloudFlare ব্যবহার করা যায় ।
ভাবনা ৪
সামুতে কোনো ব্লগার অনলাইনে আছেন কিনা তা কেবল হোমপেজে দেখা যায় । ব্লগারের নিজের পেজে এমনটা দেখা যায় না। তাই আমার মতামত হলো ব্লগার এর ব্লগ পেজে অনলাইন স্ট্যাটাস দেখানো।
ভাবনা ৫
সামুতে কোনো ট্রান্সলেশান অপশান নেই। এটা থাকলে আমার মতে ভালোই হতো। কিন্তু কপি পেস্টের ব্যাপারটাও মাথায় রাখতে হবে।
ভাবনা ৬
সামুতে টপ ব্লগার সিস্টেম করা যেতে পারে। এটা হতে পারে মাসিক পোস্ট এবং কমেন্ট বেসড।
ভাবনা ৭
সামুতে অনলাইনে থাকা ব্লগারের লিস্ট এ নাম ও ছবি একসাথে দেওয়া যেতে পারে ।
ভাবনা ৮
সামুর ইমেইল এডরেস অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। এটা সাইটে অনেক খুঁজতে হয়। তাই এটা কোনো চোখে পড়ার মতো জায়গায় রাখলে ভালো হয়।
ফিডব্যাক এ সহযোগীতা চাইলে দুঃখিত একটি ভুল পাওয়া গেছে বা আপনার অনুরোধ এই মুহুর্তে করা সম্ভব হচ্ছে না এমন মেসেজ অনেকেই দেখছেন। তারপরে আছে ইমেইল খোঁজার ঝামেলা।
ভাবনা ৯
নতুন ব্লগ খুললেই দেখা যায় আপনাকে তিনদিন পর্যবেক্ষণে রাখা হবে । যা বর্তমান সময়ে দেখা যায় না । কেউ সেফ হয় দিনে কেউ হয় মাস বা বছরে। তাই এই মেসেজ এর বদলে অন্য মেসেজ দিলে ভালো হয়।
বি.দ্রঃ এগুলো আমার নিজের মতামত মাত্র। আপনিও কমেন্ট এ আপনার মতামত বলুন। আশাকরি ব্লগ কতৃপক্ষের নজরে পড়বে
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫