নিজের রেকর্ড ভাঙতে গিয়েই মারা গেলেন বিশ্ব রেকর্ডধারী মোটরসাইক্লিস্ট মার্কিন নাগরিক বিল ওয়ারনার। নির্মম এ ঘটনা ঘটেছে গতকাল (রোববার) ফ্লোরিডায়।
ওয়ারনার চেষ্টা করছিলেন, ঘণ্টায় ৩০০ মাইল পথ পাড়ি দেয়ার এবং নিজের বিশ্ব রেকর্ড ভাঙার। ২০১১ সালে তিনি ঘণ্টায় ৩১১ মাইল বেগে দেড় মাইল পথ পাড়ি দিয়েছিলেন। এবার তিনি তার ওই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার চেষ্টা করেন। তবে, দুর্ভাগ্যক্রমে সে রেকর্ড ভাঙার আগেই তিনি পরপারে পাড়ি জমালেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ওয়ারনার এক মাইল পথ পার হয়েছিলেন ২৯৬ মাইল বেগে। এরপর তার মোটরসাইকেলের গতি বাড়ানোর পর জটিলতা দেখা দেয় এবং অল্প কিছুক্ষণের মধ্যে তা ভেঙে চুরমার হয়ে যায়।
বিল ওয়ারনার সকাল সোয়া ১১টার দিকে দুর্ঘটনায় পড়েন এবং এর কিছুক্ষণ পর পর্যন্ত কথা বলেছেন। তবে, বিকেলের দিকে তিনি হাসপাতালে মারা যান।#
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬