"শরিকদের সাথে সমঝোতার ফলে একসাথে এত
আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।বিএনপি এলে তাদের সাথেও সমঝোতা হত " - শেখ হাসিনা
টিভিতে খবর দেখছিলাম উপরোক্ত কথাটি আমাদের প্রধানমন্ত্রীর মুখে থেকে শুনলাম।
প্রশ্ন ১) উনি কি বিএনপিকে উনার জোটের অংশ মনে করেন নাকি? নাহলে এমন কথা কেন বললেন।
প্রশ্ন ২) বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়ে ভাগ দেবার কথা বলছেন, দেশের ৩০০টা আসনের ৩০০টা ভাগের মালিক কি উনি?
প্রশ্ন ৩) বিএনপি এতো আন্দোলন করছে সেটা কি তার শরীক দল হয়ে সমঝোতা করে ৭/৮ টা আসন নেবার জন্য? ধানের শীষ ছেড়ে নৌকা মার্কা নিয়ে নির্বাচনে যাবার জন্য ?
প্রশ্ন ৪) সব যদি সমঝোতা করে ভাগা ভাগি করে খাওয়া যায় তাহলে নির্বাচনের দরকার কি? চিরস্থায়ী ভাবে ৩০০ টা আসন সমঝোতা করে ভাগা ভাগি করে চিরস্থায়ী বন্দোবস্ত করে পার্লামেন্ট ও গনতন্ত্র বিলুপ্ত করে দিলেই তো আরো ভালো হতো তাই না।
ছোট ভাই টিভির চ্যানেল চেঞ্জ করার পরে আমার সম্বিত ফিরে পেলাম। আমি আসলে কি শুনলাম? আমার মাথা কি ঠিকাছে? যেহেতু কোটি মানুষের নির্বাচিত প্রধানমন্ত্রী উনি এটা কি বললেন???? নাকি আমি আজকে গাঞ্জা খাইয়া মেন্টাল হইয়া গেছি।
কেউ আমারে মেন্টাল হসপিটালের ঠিকানা দেন। আমিই মনে হয় পাগল হইয়া যাইতাছি।