বিক্ষুব্দ্ধ মিশর
তোমাদের পাশে কলম হাতে,
সংক্ষুব্দ্ধ ঈশ্বর
নামিছে আক্রোশে প্রতিশোধ নিতে।
স্তব্দ্ধ জনতা
ভাবিছে বসে কারফিউ রাতে,
যুদ্ধ বারতা
আসিছে ফিরে কঠিন আঘাতে।
বদ্ধ শহর
নিভিয়া জ্বলিছে বিজলি বাতিতে,
অন্ধ দুনিয়া
চাহিয়া দেখিছে জনতার কাঁদিতে।
তন্দ্রা নামিছে
আরব্য দ্বীপের সকল রাতিতে,
অভ্র উঠিছে
বিপ্লবী জনতার বজ্র সংগীতে।
মন্দ ফেলিছে
বিষের নিঃশ্বাস পাপের বেদীতে,
চন্দ্র উঠিছে
আল্লার পথে রক্তের লালিতে।