ভাই মাত্র ভরতি হয়া আইলাম universita degli studi di palermo ত.........দোয়া রাখবেন ভায়েরা যেনো continue করতে পারি। ভাই admission test দিছি ১০ সেপ্টেম্বর আর ভরতির সব কাম শেষ করলাম আইজকা!! আর এই কয়দিন দউরের উপ্রে ছিলাম না কিসের উপ্রে ছিলাম আমি নিজেও কইতে পারি না !!! আমার আব্বু এইখানের citizen ,১০ বছর ধইরা থাকে এইখানে,আমি আর আমার ছোটো ভাই hsc পরিক্ষা দিয়া আইছি ২০১০ এ .........যেহেতু ielts কইরা আসি নাই তাই english course এ ভরতি হওয়ার chance নাই.....তাই ৭ মাস এ যেইটুক ইটালিয়ান ভাষা শিছি অইটা ভরসা কইরা এ ইটালিয়ান ভাষায় scienze informatica subject নিয়া bachelor's degree course এ ভরতি হইছি......class এ lecture এর সময় মাশাল্লাহ হা কইরা থাকা ছাড়া আর কিছু করি না !!!
এখন ১ টা প্রশ্ন করবেন জানি ''এইটুক ইটালিয়ান জ্ঞান লয়া admission test এ পাশ করলেন কেমতে ????'' আর কয়েন না ভাই question paper টা যদি দেখতেন তায়লে আর জিগাইতেন না !!! ৫০% প্রশ্ন করছে কেলাশ ৮ এর বই থাইকা!!!তাও ৪৫ এর পরিক্ষায় পাইছি ২২!!!
যাউকগা ভায়েরা ইটালিয়ান university তে ভরতি হওয়ার বেপারে যথেস্ট expert হইছি এই কয়দিন.....কারোর কোনো হেলেপ লাগলে আওয়াজ দিয়েন ভাই....আমার মতো ঝামেলায় পরার হাত থাইকা কাউরে বাচাইতে পারলে ধইন্য হমু!!!!
(আর ১ টু ইশপিশাল দোয়া করবেন যাতে তাড়াতাড়ি এমন ইটালিয়ান ভাষা শিখবার পারি যা অগো ১৪ গুস্টি উদ্বার করতে পারি!!)