বেকার দুপুর। মুখভার করা মেয়ের মতো শীতের আকাশ। টরেন্ট সাইটে অহেতুক ঘোরাফেরা। এবং "Top Hunderd" টরেন্টের লিস্ট দর্শন। Real Steel নামটা ওখানেই দেখলাম। পোস্টারটা আগেই দেখেছিলাম। যখন ভারতে সিনেমাটা রিলিজ করে তখন। ভালো লেগেছিলো। ডাঊনলোড দিলাম। সন্ধেবেলায় বসলাম দেখতে।
কোনা ভান্গা হাইওয়ে। ধুলোভরা একটা ট্রাক। চালাচ্ছে Hugh Jackman। আমাদের হিরো (?) Charlie Kenton। সাল ২০২০। রাতের বেলায় হই-হুল্লোড় করতে থাকা গ্রামের একটা মেলার Reflection ভেসে ওঠে ট্রাকের কাঁচে। ট্রাক এগিয়ে যায় মেলার দিকে।পিছনে উড়তে থাকে আরো ধুলো আর Fast Lane...অসাধারন একটা গান।
Charlie র আছে একটা রোবট। রিমোট কন্ট্রোলড। Charlie সেটা ট্রাকের পিছনে চাপিয়ে ভবঘুরের জীবন যাপন করে।এই মেলা থেকে সেই মেলা। সার্কাস পার্টির মতন। রোবটের খেলা দেখায়। লড়িয়ে দেয় রোবটকে ষাঁড়ের সাথে। বাচ্চা মজা পায়। বড়রা বাজি ধরে। Charlie ও বাজি ধরে। হারতে থাকে। পালাতে থাকে। সাধের রোবট যায় ভেন্গে।
এর মধ্যে Charlie সওদা করে নিজের ছেলে Max এর। যার মা মারা যাওয়ায় মাসী তাকে দত্তক নিতে। বড়োলোক মেসো Charlieর সাথে চুক্তি করে। ৫০০০০ ডলার দেয়। সামারের ছুটিতে বাপ-বেটা থাকবে একসাথে। ইউরোপ থেকে ফিরে Max যাবে মেসোর কাছে। Charlie পাবে আরও $৫০০০০।
Bailey(লস্ট খ্যাত Evangeline Lilly) হল একটা রোবট সারাইখানার মালকিন ও Charlieর কোচের মেয়ে।
ও!! বলা হয় নি। সেই ২০১২-১৩ সালে যখন বক্সিং অস্তাচলে যাচ্ছে তখন Charlie একজন বক্সার ছিল। Baileyর বাবা ছিল তার কোচ।তা বক্সার Charlie ভালোই ছিল। অনেক নামকরা বক্সার ঘোল খাইয়েছে সে। কিন্তু ঐ যে!! কাঁচা পয়সায় বড্ড লোভ ছিল Charlieর। মানুষের বক্সিং ও শেষ অবধি রোবটদের বক্সিং এ বদলে যায়। আর Charlie হয়ে যায় বাতিল রোবটদের রিং মাস্টার।
গোটা দুয়েক রোবট হারানোর পরে Charlie আর Max যায় জান্ক-ইয়ার্ডে, যেখানে Max কাদা ঘেঁটে বের করে একটা Generation-2 sparring রোবট - Atom কে। Atom ছায়াবাজি করে। মানে, ছায়া দেখে হুবহু তার নকল করে। Max তার সাথে জুড়ে দেয় Voice Recognition। Atom কে নিয়ে বাপ - বেটা আবার দৌড়য় আমেরিকা জুড়ে। ফাইট এ নামতে থাকে Atom। সুযোগ পায় রোবটদের WWE টাইপের Real Steel প্রতিযোগিতায়।
কোটি টাকার নব্য রোবট চ্যাম্পিয়ন Zeus এর সাথে লড়ে Atom। জাপানি প্রযুক্তি আর ইউরোপের পয়সার অহমিকা Zeus এর সাথে লেপ্টে।
কিন্তু Atom মার খেতে পারে। মার হজম করে অনায়াসে। টিঁকে থাকে রাউন্ডের পর রাউন্ড। Charlie র বক্সিং ক্ষমতা জাদু দেখায়। চার্জ শেষ হতে থাকে Zeus এর। রাউন্ডের খেলায় কোনোমতে জেতে Zeus।কিন্তু নৈতিক জিৎ হয় Atom এর।
কি ভাবছেন? গোটা গল্প বলে দিলাম - তাই তো?
বলিনি।
গল্পের ভেতরে আরো অনেক গল্প আছে যেখানে একটা কলের পুতুলের মধ্যে দিয়ে আমার মতো হেরে যাওয়া মানুষ গুলো জিততে চায়, জিততে পারে।
Hugh Jackman আর Dakota Goyo র কেমিস্ট্রি অবাক করে।
অসাধারন কিছু গান সহ Real Steel একটি কিভাবে একটা ছোটোগল্পকে("Steel" by Richard Matheson) একটা দু'ঘন্টার উপভোগ্য সিনেমায় বদলে দেয় তা প্রশংসনীয়।
আমার রেটিং - ৭.৫/১০
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৯