১৮ তারিখে Dhaka Gladiators বনাম Khulna Royal Bengals
এর মাধ্যমে বিপিএল -২০১৩ শুরু হলেও দর্শক আকর্ষণে সক্ষম হয়নি। এর কারণ হিসেবে টিকিট এর মূল্য এবং পাকিস্তানি খেলোয়াড় এর অনুপস্থিতি উল্লেখ করা যায়। তবে আমরা যারা ক্রিকেট পাগল মানুষ তারা সবাই চাচ্ছিলাম এবারের বিপিএল পাকি খেলোয়াড় ছাড়াও সফল হবে, সবাই খেলা দেখতে মাঠে যাবে।
কিন্তু ঢাকার ম্যাচগুলোতে মুটোমুটি দর্শক থাকলেও খুলনার শেখ আবু নাছের স্টেডিয়াম ছিল একবোরেই দর্শকশূণ্য (শেষ ম্যাচটি ছাড়া)। তবে আজ চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম কানায় কানায় দর্শক পরিপূর্ণ, অনেকে নাকি টিকিটও পাননি। বিপিএল আসল চেহারায় রুপ নিয়েছে। আর সব টিম ভাল পারফর্ম করছে তাই খেলাও জমে উঠেছে।
তাই চট্টগ্রামের দর্শকদের অনেক ধন্যবাদ!! আশা করি বাকি খেলাগুলোতেও আপনাদের সরব উপস্থিতি লক্ষ করবো। আর আমরা যারা ঢাকায় থাকি তারা অবশ্যই স্টেডিয়ামে খেলা দেখতে যাবো, পরবর্তী খেলাগুলো আরও জমজমাট হবে। বিপিএল সফল হবে, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





