এক কৃষক ও তার গাধা (একটি শিক্ষণীয় গল্প)
একদিন এক কৃষকের গাধা গভীর কূপে পড়ে গেল। গাধাটা সকরুণভাবে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণের করতে লাগলো যেন কৃষক তাকে উদ্ধার করার কোন উপায় করেন। কিন্তু কোনো উপায় না পেয়ে শেষে কৃষক ভাবলো যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গেছে আর কূপটিও শুকনো কাজেই একে উদ্ধার অসম্ভব এবং চেষ্টা করাই অর্থহীন। তাই কৃষক তার এক প্রতিবেশী ডাকলো কূপটি ভরাট করার কাজে সাহায্য করতে। তারা কোদাল দিয়ে কূপটি মাটি ভর্তি শুরু করলো।
কি হচ্ছে বুঝতে পেরে গাধাটি চিৎকার করে কাদঁতে লাগলো। তারপর হঠাৎ শান্ত সুখের ডাক ডাকলো গাধাটি। আরও কয়েক কোদাল মাটি ফেলে কৃষক কুয়ার ভিতর উঁকি দিয়ে অবাক হয়ে গেলো। প্রতিবার যে ই গাধাটার উপর মাটি ফেলা হয়েছে, সে তা পিঠ ঝাড়া দিয়ে ফেলে দিয়ে সেই মাটিকে ধাপ বানিয়ে একধাপ একধাপ করে বেশ খানিকটা উপরে উঠে এসেছে।
এটি দেখে তারা ২জন আরও মাটি ফেলতে লাগলো। কিছুক্ষণ পর সবাইকে অবাক করে গাধাটি উপড়ে উঠে কূপ হতে বের হয়ে এল।
------------------
Moral: জীবন আমাদের উপর কোদাল ভর্তি মাটি ফেলবে। আমাদের কাজ হচ্ছে সেই চাপা দেয়ার মাটিকেই কাজে লাগিয়ে উপরে উঠা। প্রতিটি সমস্যাই আসলে সমাধানের একটি করে ধাপ। ইতিবাচক হোন এবং হাল না ছেড়ে সমস্যাকে ঝেড়ে ফেলার চেষ্টা করুন।
★আপনার সাথে কি ঘটছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে প্রতিক্রিয়া করছেন!