জেনে নিই 'চাঁদপুর' এর নামকরণের ইতিহাস ও দর্শনীয় স্থানসমূহ
☀নামকরণের ইতিহাস
বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক জে. এম. সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর।
অন্যমতে, চাঁদপুর শহরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। কারো মতে, শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লী থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদীবন্দর স্থাপন করেছিলেন। তার নামানুসারে নাম হয়েছে চাঁদপুর।
☀দর্শনীয় স্থানসমূহ
▶হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ (হাজীগঞ্জ, চাঁদপুর)
▶জেলা প্রশাসকের বাংলোয় অবস্থিত দুর্লভ জাতের নাগলিঙ্গম গাছ।
▶শ্রী শ্রী জগন্নাথ মন্দির (সাচার, কচুয়া, চাঁদপুর)
▶উজানীতে বেহুলার পাটা (কচুয়া, চাঁদপুর)
▶বড়স্টেশন মোলহেড নদীর মোহনা (চাঁদপুর সদর),
▶চাঁদপুর জেলার ঐতিহ্যের প্রতীক ইলিশ চত্বর।
▶রূপসা জমিদার বাড়ী (ফরিদগঞ্জ, চাঁদপুর)


ভয়ংকর সুন্দর
" ভয়ংকর সুন্দর "
তুমি মানুষটা প্রকাশ্যে অন্য কারুর হলেও কল্পনায়
তুমি একান্তই আমার।তোমায় নিয়ে আমার হাজার গল্প
গুলো মৃত্যু পর্যন্ত আমি আমার বুকের গভীরে লুকিয়ে রাখব।
তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে... ...বাকিটুকু পড়ুন
এখনো নদীপারে ঝড় বয়ে যায় || সোনারুর কণ্ঠে আমার লেখা ও সুর করা গানের এ-আই কভার
এ গানের উপর একটা পোস্ট লিখেছিলাম গত বছর। আজকে এ-আই জেনারেটেড কভার সং-এর দুটো ভার্সন শেয়ার করবো। তার আগে গত পোস্টে যা লিখেছিলাম, সামান্য এডিট করে সেটাই তুলে দিলাম এ... ...বাকিটুকু পড়ুন
জীবনে বিফল হলে, নিচের মানুষটির ছবি দেখবেন
মানুষের জীবনে ব্যর্থতা আসবে। এটা স্বাভাবিক। কিন্তু বিফল হলেই আমাদের থেমে যাওয়া কি উচিৎ? এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে উপরের মানুষটির কথা মনে করতে হবে। এই মানুষটির নাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ভবিষ্যৎ
বাংলাদেশ নিয়ে আমি বড়ো স্বপ্ন দেখি না , দেখা উচিতও না । প্রিয় এনসিপি তোমরাও বড়ো স্বপ্ন দেখতে যেয়ো না । কারণ যে দেশে অধিকাংশ মানুষ পরিবারতন্ত্র মেনে চলে ,... ...বাকিটুকু পড়ুন
=ভুল করি, বিপদে পড়ি= (প্রার্থনা)
যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই... ...বাকিটুকু পড়ুন