আমি, নাভিদ আর ন্যন্সি ক্যাফেতে বসে বসে কিছু না পেয়ে তুষার মারি। তবে 'তুষার' আমাগো একজন নিরীহ বন্ধুর নাম। তুষারকে হয় আমি হুদাই থাপ্পর দিই, নাইলে নাভিদ চুল টেনে দেয়। আমাদের অত্যাচার শেষ হইলে ন্যান্সি তুষারে সুন্দর করে কয়-
"তুষার তোরে বদগুলা অনেক জ্বালায়, না? তুই কত্ত ভাল ছেলে অথচ তোকে তারা হুদাই জ্বালাতন কর। চল, আমরা দুইজন মিলে দুইডারে পিডাই" ।
তুষার যখন ন্যন্সির কথায় খুশি হয়ে মুখটা হাসি হাসি করে তখন ন্যন্সি ওর মাথায় মারে গাট্টা । বেচারা তুষার আমাগোরে হুমকি দেয়-
" তোগো ৩ ডার হাড্ডি গুড়া করে আমি চিড়িয়াখানার দেশী বিলাইরে খাওয়ামু "
তবে পৃথীবির কোন চিড়িয়াখানায় দেশী বিলাই আছে আল্লাহ মালুম !!!
কিছুক্ষন পরে নাভিদের বস 'জেনেট' এসে আমাদের টেবিলে বসল। মোর জ্বালা !! জ্যাকেট মানে জেনেট হইল খুব শান্তশিষ্ট, ভদ্র, লেজবিহীন মানব সন্তান । এখন লেজবিহীন মানব সন্তানের সামনে লেজওয়ালা আমরা ৪ বান্দর শয়তানি কেমনে করুম ? আর শয়তানি না করলেতো শয়তানেই আমারে খেয়ে ফেলবে । নাভিদ কয়-
" জেনেট, কালকে তোমারে ডেপুটি মিনিষ্টারের সাথে টিভিতে দেখলাম। তোমারে খুব সুন্দর লাগতেছিল "
জেনেটের মুখ আলোকিত না হয়ে একেবারে লজ্জাবতী টিনেজ মেয়ের মত লালোকিত হয়ে গেল। তার এইরাম লালোকিত মুখের কারনে আশে পাশের টেবিলগুলোকেও সুন্দর লাগতেছিল। আমি কইলাম-
"জ্যাকেট, তুমতো তাইলে এখন মনস্টার হয়ে গেছ"
জেনেট না বুঝে কয় "মনস্টার?" (তাকে যে জ্যাকেট কইছি বুঝে নাই )
ডেপুটি মিনিস্টার নাকি আবার তার বন্ধু। তাই আমি কইলাম -
" তুমি মনস্টার চিন না ? মনস্টার হল বস নামক বিশেষ মানব সন্তান যে ইচ্ছা করলে আমাদের মত নাদান বান্দরকে অফিস নামক চিড়িয়াখানায় নিয়ে লারেলাপ্পা খেলতে খেলতে জোর করে কাজ নামক কলা খাওয়াইতে পারে"।
নাভিদ আমার নাডামি বন্ধ করতে কয়-
"জেনেট, আসলে ও বলতে চাচ্ছে টিভিতে দেখানোর কারনে তুমি সুপারস্টার হয়ে গেছ"
"আচ্ছা নাভিদ, তালি পরে মাইকেল জ্যাকসনকে কি আমরা মনস্টার কইতে পারি ?"--আমি মাঝখানে বাগড়া দিয়ে কইলাম।
জ্যাকেট আমার দিকে এমুন কডিন দৃষ্টি দিছে !! যার মানে হইতে পারে-
"তুমি আমার অধীনে কাজ করতে কখনও আসলে তোমাকে মনস্টার ল্যাবে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল মনস্টার দেখামু। তুমি বান্দর দেখছ কিন্তু মনস্টারনি দেখনি "

পরের সপ্তাহে আমাদের আরেক দোস্ত কইল যে সে একটা নয়া বিলাই কিনছে কিন্তু বিলাইডার জন্য সুন্দর কোন নাম পাইতেছে না। আমরা সবই মিলে সর্বসম্মতিক্রমে বিলাইডার নাম রাখলাম-
"তুষার"

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১০:১৭