ইচ্ছে করে দেই মলে কান, ভুলাই বাপের নাম!
দোলনা থেকে পিচ্চি বাবু, ডাক দিয়ে কয় "রোকো"
বলবে "মুজে মাত মারো আব!" গাট্টা যতোই ঠোক!
নাক বোঁচাদের মুখে এখন- হিন্দি জবান ফোটে;
ডরেমন আর বারবি ডলে, ফায়দা দাদায় লোটে।
ছেলের মায়ের চোখ পড়েনা, হচ্ছে কিসব ক্ষতি;
ভেতো বাঙ্গাল দেশী জামাই- বন গেয়া হ্যায় পতি।
হাপুস হাপুস কান্না চলে, তুলসি কো কেয়া হুয়া!
পুড়ছে আলু, গলছে যে ভাত- রান্নাঘরে ধুঁয়া!
মিহির করে তিনটি বিয়ে, দুই টি পরকিয়া-
তারপরেও দেয় দুলিয়ে বঙ্গনারীর হিয়া!
কার 'বহু'কে কে ভাগালো, কার 'সোয়ামী' কে?
বংগবাসি আজ মেতেছে, হিন্দুস্থান নিয়ে।
হলুদ বাড়ি, বিয়ের আসর- মুন্নি, শীলার বোলে,
লেড়কা মাতে লেড়কি মাতে- বাঙ্গাল মুল্ক দোলে।
একুশ মানে-বাংলা কহো, হিন্দি নেহি ভাই;
ছিনেমা হলে বারো মাস ই বলিউডই চাই।
ভাবছি আমি, নামটা তবে- পালটে দেবো নাকি?
চোরকাঁটাকে পালটিয়ে ভোল, সলমন খান রাখি?।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১২ বিকাল ৩:৫০