সংসদে মোরা নাকি, ঘুষ টুষ গুনি !
চোর-ডাকু দিয়ে নাকি, ভরা এই খোয়াড়;
অথচ চলছে দেশে -ডিজিটাল জোয়ার।
আমাদের ঠোলাদলে দিচ্ছে যে টাইট;
দি'সাহারা যাই করে, সবকিছু রাইট!
শ্লীল হানী, ছিনতাই; পুলিশের শোভা,
সাত খুন মাপ পাবি, যদি কাটে তোবা!
এতোটাই নিরাপদ আছে যে স্বদেশ;
কোটি টাকা ভরা গাড়ি, লেনাদেনা শেষ!
দুই চার খুন মানে ন্যাশোনাল বীর;
ফাঁসি হলে, ক্ষমা সব- দয়ার শরীর।
নিখোঁজ আর গুম সব মিডিয়ার চাপা,
নিন্দুকে যেযা বলে, জয় হাসু আপা!
ফেবুতে লিখলে কিছু ধরবো যে চেপে,
হাছা কথা বলা মানা, বাত মেপে মেপে।
অদ্ভুত উটের পিঠে চলছে যে দেশ;
চোখ কান বুঁজে বলি, আহা বেশ বেশ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১২ সন্ধ্যা ৬:০০