বোরিং লাগলে টানো, নারীদের খোঁপা রে;

ছাত্রের নামধারী চলে সন্ত্রাস লীগ;
মনে মনে খুশ নেতা, মুখে বলে ধিক ধিক।

দোষ সব নন্দের, ভেকধারী দুশমণ

কিলিন করমু লীগ, নেত্রী এ করে পণ!

ম্যাডামেও কম কিসে, পুলা নাকি নিস্পাপ

বাঙালী মেমোরী উইক, লাগে মিল খাপে খাপ।

চোরা মাখে মলম আজ, বিদেশের মাটিতে,
হরতাল প্ল্যান চলে, স্বদেশের ঘাটিতে;

ছাগুরাও চান্স খুঁজে, বাঁচা প্রাণ চাচারে;
কেমনে পালিয়ে বাঁচি, আইনের খাঁচারে।

চোরকাঁটা জানে তবু, সবি হলো আইওয়াশ

গলাগলি হাসে তারা, খ্যাঁক খ্যাঁক, ঠাস ঠাস

জন গণ যদি চাও, চিরতরে নিস্তার,
লাথি মারো দলে- লীগে; ধেরোনাকো কারো ধার!

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১০ রাত ১১:৫৯