ফজর নামাজ সেরে, শুরু হয় খেলা!

প্লাস প্লাস ঢল নামে, বেলা শুরু হলে,
নাস্তার টেবিলেই ব্লগে, দলে দলে

বারোটায় চোখ খোলে, নাস্তিক গ্রুপে;
লান্চ সেরে একেবারে, আসে নিজ রূপে

এরই মাঝে দেয় উঁকি, লীগ ডিজিটাল
পোস্টেতে ফাটাফাটি, আর দেয় ফাল!

সোনার ছেলেরা থাকে, সারাদিনই নেটে;
শুশীলেরা মাঝে সাঝে, যায় ঘুরে হেটে।

লুলদের টাইমিং বড় মজাদার;
ললনারা আস্লেই খুব হুশিয়ার

অফলাইনের থাকে, পড়ে দিন ভর;
নারী ব্লগ মাখে লুলে, সখী ধর ধর

সন্ধ্যার আঁধারেতে, ব্লগে ধরে ঝিম

কপি পেস্ট পোস্টায় বাবু, হাবু, জিম

আঁতেলেরা জাগে রাত- দশটার পরে
হাইথট লেখা সব, মাথা যায় ধরে

যতো প্যাঁচ দিবে লেখা, ততো পাবে আহা

বুঝুক নাবুঝি তবু, সকলেই বাহা

চোরকাঁটা বলে, ওরে নয়া ব্লগুগণ ;
এইবার ভাবো দেখি, তুমি কোনজন?

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ সকাল ১০:১৯