
ক্ষমতায় নয়া নারী

বিডিআর- পুত আমার, ক্ষমা হবে আলবত;

(পরে) আইন যাবে নিজ পথে, আমি ভাই অতি সৎ

পদত্যাগ কে করে, কে রাখে ধরে পদ;
আমি ছাই কী জানি? চাটুকারী গদ গদ

পড়ার টেবিলে মরে, গ্যাস সেলে যায় প্রাণ

আল্লায় টানে মাল, মনে পড়ে বুলিখান

এই জনও সেই তালে, "এতো খুব নরমাল"

মন চায়, নেই তুলে, ছুলি কিছু ঘেয়ো ছাঁল


রাজপথে ঝড় তোলা, জ্বলা পোড়া এক্সপার্ট

হবেনাকো কভু ভাই, কাজে কামে ইশমার্ট

চোরকাঁটা বলে ছাড়, কেঁদে বাঁচি মারে

পদ থেকে নেমে ফুট- আহাম্মক সাহারে

সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৫