ইসলামে ধর্মান্তরের সাতকাহন
আজ বাঙালী জাতি সংখ্যায় ২২ কোটি জনতার ৷ আর বাঙালী মূলত মসলমান ধর্মালম্বী ৷ এছাড়া অবশ্য হিন্দু, বৌদ্ধ, খৃস্টান আছেন তবে তারা সংখ্যায় কম ৷ প্রাচীন বা মধ্যযুগে আমাদের পূর্বপুরুষরা হিন্দু বা বৌদ্ধ ছিলেন ৷ কবে ও কেমন করে তারা নিজেদের তৎকালীন বিশ্বাসের শিকড় ছিঁড়ে এলেন ইসলামের জগতে তারই সন্ধান করতে চলেছি ৷ এই গবেষণার প্রেরণা এক এবং একমাত্র আমাদের পূর্বপুরুষদের সম্বন্ধে কৌতুহল ৷ পূর্বপুরুষদের নিয়ে আমার আগের ব্লগে লিখেছি ৷
ধর্ম জিনিসটাতো আর জামা কাপড় নয় যে চাইলেই পাল্টে ফেলা যায় ৷ এই এখন যদি আপনাকে বলে মসজিদের বদলে গীর্জা বা প্যাগোডায় যান, আপনি কি শুনেই সেটা মেনে নেবেন? আপনি তখনি গীর্জা বা প্যাগোডায় যাবেন যখন আপনার নিজের ধর্মবিশ্বাসের ওপর আস্থা উঠে যাবে অথবা কেউ আপনাকে ভয় দেখিয়ে বা জোর করে গীর্জা বা প্যাগোডায় নিয়ে যাবে ৷ বাংলায় ইসলাম ধর্মের প্রসারের ক্ষেত্রে কোনটা হয়েছিল? এবিষয়ে আপনার মতামত কি?
১. হিন্দু ধর্মের বর্ণাশ্রম প্রথা তথাকথিত নিম্নবর্ণ হিন্দুদের বাধ্য করেছিল ইসলাম ধর্ম গ্রহন করতে ৷ তাহলে বলতে হয় আমাদের পূর্বপুরুষরা সবাই মুচি, মেথর, চাকর বাকর ছিল ৷ কতিপয় বর্ণহিন্দুরা আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে চালিত করত গ্রামে গ্রামে ৷ দেশে খালি শুদ্ররা ছিল আর বাকি বর্ণের মানুষ গুটিকয় ছিল এটা কি সম্ভব? কিছু মানুষের ধর্মান্তর এইপথে হলেও পুরো বাঙালী জাতির ধর্মান্তর এভাবে হতে পারে কি?
২. মুসলমানরা বহিরাগত ৷ কিন্তু ভাই এই থিওরীও কি চলে? একমাত্র আমিরাত ছাড়া এ জিনিস কোনো দেশে হয়েছে বলে শুনিনি ৷ বহিরাগতরা স্থানীয় তুলনায় বহুগুন বেশী হল কি করে?
৩. মুসলমান সুফিরা ধর্মের প্রসার করেন ৷ এটা যুক্তিযুক্ত কথা ৷ বাঙালীরা এমনিই ধর্মভীরু ৷ বহু ধর্ম প্রচারক এসেছিলেন এই বঙ্গে ৷ তবে সব সুফিই যে অহিংস ছিলেন তা নয় ৷ বহু সুফির মাজারে তাদের তরবারী ও ঢাল দেখা যায় ৷ অর্থাৎ সোজা রাস্তায় কাম না হইলে বাঁকা রাস্তায় কাম সারতে হইব ৷
৪. রাজনৈতিক উপায়ে ৷ এটার সম্ভবনা সর্বাধিক ৷ বাংলার শাসককূল নবাব বাদশারা মুসলমান আর আমাদের পূর্রপুরুষ প্রজারা হিন্দু ৷ ক্ষমতা নবাবদের হাতেই ৷ তাদের কথাই আইন ৷ জবরদস্তি বিয়ে, ধর্মান্তর সবই তাদের কাছে বৈধ ৷
৫. বিরোধীপক্ষ যুদ্ধে বিশ্বাসী নয় বা তাদের ঐক্য নেই ৷ বৌদ্ধ বিহারে গিয়ে তছনছ করলে কে কি বলবে? বৌদ্ধরা শান্তিপ্রিয় ৷ কোরবানীর ছাগলের মতো তাদের বধ করা সহজ ৷ হিন্দু শাসক কেউ নেই যারা আমাদের পূর্বপুরুষদের পাশে এসে দাড়াবে ৷
এবিষয়ে আপনার বক্তব্যও জানাবেন ৷ যে কোনো বিতর্কই স্বাগত ৷
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




