আপনার পূর্ব্বপুরুষদের সাতকাহন
আচ্ছা আপনাদের কেঊ কি শিকড়ের সন্ধান করে দেখেছেন? আমরা কথায় কথায় বহুবার আমাদের পূর্ব্বপুরুষদের ঊল্ল্যেখ করি ৷ কিন্তু তাদের নাম পরিচয় জানার ঊৎসক্য প্রকাশ করি কি? এই ধরুন না, আমরা প্রায়ই বলি যে, "আমাদের গ্রামের ভিটাতে আমাদের সাতপুরুষের বাস" ৷ কিংবা গালাগালি দেওয়ার সময়ও ইতরজনেরা বলে "১৪ পুরুষ ........ ইত্যাদি ইত্যাদি" ৷ আমাদের উর্দ্ধতন দ্বিতীয় বা তৃতীয় পুরুষের কথা আমরা সবাই জানি, কিন্তু কারা এই সাতপুরুষ বা চোদ্দপুরুষ? তাদের নাম কি ছিল? আদি নিবাসই বা কোথায় ছিল? কি ছিল তাদের পেশা? ভেবে দেখেছেন কখনো? অনেকে হয়ত বলবেন যে, এসবের কি দরকার? বা জেনে লাভটা কি? তাদের বলি যে, অনেক সময় মানুষ শুধু অজানাকে জানার জন্যেও লাভ লোকসানের হিসাবটা ভুলে যায় ৷ ধরুন এটা তারই একটা উদাহরণ ৷
খৃস্ট ধর্মে আদমকে আদি পুরুষ বলা হয়েছে ৷ হিন্দু ধর্মে আবার কথিত আছে "গোবিন্দম আদি পুরুষম" ৷ আদিদেব ঋষভ জৈনদের প্রথম পুরুষ না হলেও প্রথম তীর্থঙ্কর বা ধর্মগুরু ৷ তবে এই প্রবন্ধের উদ্দেশ্য শিকড়ের সন্ধান করা, শিকড়ের ঊৎসের সন্ধান করা নয় ৷ তাই কিংবদন্তীর আদিপুরুষদের রেখে আমাদের পূর্ব্বপুরুষদের কথাই আলোচনা করছি ৷
কেউ যদি নিজের শিকড়ের সন্ধান করতে চান তাহলে কয়েকটি সুত্র আমি দিতে চাই ৷
>> পুরানো দলিল ও কাগজপত্র
>> বংশতালিকা (যদি কেউ আগে বানিয়ে থাকে)
>> (হিন্দুদের ক্ষেত্রে ) আপনার পদবী ৷ কারন বৈদিকযুগে বর্ণাশ্রমের উপরে ভিত্তি করেই আমাদের পদবী এসেছে ৷ পরবর্তীকালেও পেশা থেকেই অনেক পদবী এসেছে ৷ যেমন কয়াল (যারা জিনিসপত্র ওজন করতেন), কান্ডারী (মাঝি), পুরোহিত, বৈদ্য (আয়ুর্ব্বেদিক ডাক্তার), ডোম (যারা শবদেহ দাহ করেন), সর্দার (গ্রাম প্রধান), ব্যাপারী (ব্যবসায়ী), মুন্সী (কেরানী) ইত্যাদি ৷
>> যারা পরবর্তী কালে ইসলাম বা খৃস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছেন (বেশীরভাগ বাঙালী অহিন্দুই তাই), তাদের হিন্দু পূর্ব্বপুরুষদের পদবী ৷
>> কোনো বৃদ্ধ বিশ্বাসযোগ্য নিকট আত্মীয়
মানুষ পূর্ব্বপুরুষদের স্মরণ করে আসছেন বহুকাল থেকেই ৷ হিন্দুরা আকাশ প্রদীপ জ্বালান ও দুর্গাপুজার মহালয়াতে তর্পন করেন ৷ অনেকে আবার পূর্ব্বপুরুষদের মিথ্যা পরিচয় দিয়ে লোক দেখানো মেকী বংশমর্যাদা নিয়ে আত্মসন্তুষ্টি খোঁজেন ৷ সত্যজিৎ রায়ের পরিচালিত "শতরঞ্জ কি খিলাড়ী" ছায়াছবিতে এই ধরনের দুটি চরিত্র দেখানো হয়েছে ৷
-- অসমাপ্ত --