"চন্দ্রবিন্দু" র একটা গান মুভির শেষে ব্যাবহার করা হলঃ
আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
...ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে।
গল্পটি আর বলা হয় নাই ! মনের মাঝেই রয়ে গেল আর সেটাকে লালন করেই বেঁচে থাকা,স্বপ্ন দেখা,সুখ খোঁজা !ভালবাসা ব্যাপারটি আপেক্ষিক,বলতে বলতে ভালোবাসা,দেখতে দেখতে ভালবাসা,অনুভব করা !ভালোবাসার প্রকৃত কোন কারণ নাই! কারণ ছাড়াই আমরা কাওকে ভালবেসে ফেলি,নিজের ভিতরে অনুভব করার চেষ্টা করি। মানুষগুলো সার্থপর কিন্তু প্রযুক্তির এই যুগে কোনমতে ভালোবাসার কমতি লক্ষ্য করি না।আমার দর্শনগুলাই দেখি এখানে দেখানো হল ! তবে চাওয়া না পাওয়ার রসায়নটা মানুষকে মাঝে মাঝে পিড়া দেয়,তবুও তো কেও বসে থাকে না,নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য অন্তহীন পথ পাড়ি দেওয়ার জন্য সবকিছুকে সাঙ্গ করে হোক আর নাইবা হোক সে চলে,চলতে চলতে হারিয়ে যায় সবার মাঝে খুজে পেতে চায় একটু সুখের আবেশ,একটু সুখের স্পর্শ !
সমায় নিয়ে আপনিও দেখে ফেলুন নাহ্-
অন্তহীন
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১২