অনিকডিপিআই নামে এই ব্লগারের পোষ্ট কি ভাবে প্রথম পেইজে আসে??? তাও একটি ফলতু পোষ্ট
পোস্ট করেছেন: ১টি
মন্তব্য করেছেন: ০টি
মন্তব্য পেয়েছেন: ০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ২ মাস
ব্লগটি মোট ১১৭৮ বার দেখা হয়েছে
http://www.somewhereinblog.net/blog/anikdpi
যেখানে অসংখ্য ব্লগার সেভ হয়েও তাদের লেখা প্রথম পেইজে আসেনা আর সে জন্য দিনের পর দিন চিৎকার করেও কোন কাজ হয়না।
এই ধরনের ফালতু পোষ্ট যদি মডুরাও কেউ দিয়ে থাকেন। কাজটা ঠিক করেননি।
এই প্লাটফর্মটি এই ভাবে অপব্যবহার করা ঠিক হচ্ছেনা।
_____________________________________________
উপরোক্ত লেখাটি পোষ্ট করার কয়েক মিনিটের মধ্যে আমাকে ব্যান করা হয়। এবং ঐ ফালতু পোষ্টটি কয়েক ঘন্টা যাবৎ ছিল অর্থাৎ সম্ভবত ফেইক আইডি বিক্রি হওয়ার আগ পর্যন্ত ছিল।
এই প্ল্যাটফর্মে মডারেটরা যদি মডরেশনের ক্ষমতা দিয়ে অন্যয় করে , আর কেউ এই অন্যায়ের প্রতিবাদ করলেই তার মুখ বন্ধ করে দেয়া হয়, তবে এই প্ল্যাটফর্মের নৈতিকতা নিয়ে এবং মডুদের নৈতিকতা নিয়ে আমি প্রশ্ন করছি। আশা করি মডারেটরগন এর কারন এখানে যথার্থ ব্যাখ্যা করবেন।
মডুদের এটা কোন ধরনে আচরন। আমি সত্যি হতাশ, এই দেশের মানুষের মনুষত্ব, বিবেক, মূল্যবোধ, আদর্শ কতটা নিচে নেমে গেছে। যারা বিচার করবে তারাই আজ ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায় করছে।
ছিঃ সামুর মডারেশনকে ধিক্কার দেয়ার ভাষা আমার জানা নেই।
মডারেশনকে অস্র হিসাবে ব্যাবহার করে আমাকে ব্যান করে সামু এটা কি প্রমান করল সামু ব্লগ বাক স্বাধীনতায় চলে!!
এখানে এসে দেখে আশা করি বিবেকবান ব্লগাররা বিচার করবেন-
আমি ভিন্ন পন্থায় ব্লগে মন্তব্য করছি বা আমার ব্লগ এডিটিং করতে পারছি।
এটা কিভাবে আমি এটা বলবনা দুঃখিত। মডারেশনের ক্ষমতা আমার নেই কিন্তু এই ক্ষমতাটা আমার আছে।
আমাকে যে ব্যান করা হয়েছে আমার নিক এ গিয়ে দেখে আসতে পারেন তারপরও এখানে স্কীন শট দিলাম।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২২