আমার মনে হয় যতযাইহোক, দুই মহিলার আচল ছেড়ে এই মানুষটাকে একবার সুযোগ দেয়া উচিত। দুই মহিলার পাল্লায় আমরা এমনিতে মরছি, সুতরাং আর মরার কিছু নেই।
টিপাইমুখে ভারতের প্রস্তাবিত বাঁধ নির্মাণের প্রতিবাদে শনিবার সকাল পৌনে সাতটায় বনানী থেকে শুরু হচ্ছে জাতীয় পার্টির টিপাইমুখ লংমার্চ। দুই দিনব্যাপী এই লংমার্চের প্রথম দিনে থাকছে ৩টি পথসভা ও একটি জনসভা। আর দ্বিতীয় দিনে থাকছে মাত্র একটি জনসভা।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শনিবার সকাল সাড়ে ৬টায় বের হবেন বারিধারা প্রেসিডেন্ট পার্ক বাসভবন থেকে। এর পরে বনানী পার্টি অফিসের সামনে থেকে পৌনে ৭টায় লংমার্চের শুরু করবেন।
সেখান থেকে মহাখালী ফ্লাইওভার, ফার্মগেট, হোটেল রূপসী বাংলার সামনে দিয়ে, কাকরাইল, কমলাপুর, সয়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে নরসিংদীতে প্রথম পথসভায় বক্তব্য রাখবেন।
এর পরে ব্রাহ্মণবাড়িয়া মোড়ে পথসভা শেষ করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে তৃতীয় ও শেষ পথসভায় বক্তব্য রাখবেন।
শায়েস্তাগঞ্জ থেকে সোজা যাবেন সিলেট সার্কিট হাউসে। সেখানে দুপুরের খাবার শেষে বিকেল ৪টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বলে পার্টি সূত্র জানিয়েছে।
এছাড়া অনির্ধারিত অনেক স্থানেই পথসভা হতে পারে। একইভাবে সময়ের অভাব হলে ব্রাহ্মণবাড়িয়ায় পথসভা বাতিল করা হতে পারে।
সিলেটের জনসভা শেষে সার্কিট হাউসে রাতে থাকবেন এরশাদ। পরদিন সকাল ৯টায় জকিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের ও জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদের বাসভবনে দুপুরের খাবার শেষে বিকেল ৩টায় জনসভায় বক্তব্য রাখেবেন।
জনসভা শেষে রোববারেই ঢাকা ফিরবেন এরশাদ।
কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে এবং নারায়ণগঞ্জ, কুমিল্লা, হবিগঞ্জ, নরসিংদীসহ লংমার্চ রুটের জেলা- উপজেলাদের নেতাকর্মীদের স্ব-স্ব এলাকা থেকে লংমার্চে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব ও লংমার্চ প্রস্তুতি কমিটির সদস্য সচিব ই্কবাল হোসেন রাজু জানিয়েছেন সার্বিক প্রস্ততিতে আমরা খুবই খুশী। সংক্ষিপ্ত সময়ে কর্মসূচি নেওয়া হলেও গণজোয়ার একে সফল করে তুলবে বলে আমরা আশাবাদী।
অন্য যে কোনও রোডমার্চ বা লংমার্চের তুলনায় এতে জনগণের অংশগ্রহণ বেশি হবে বলে তিনি দাবি করেন। লংমার্চে ঢাকা থেকে ১ হাজারের বেশি এবং পথে আরও এক হাজার গাড়ি অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন সিলেটের জনসভায় অর্ধ লক্ষাধিক এবং জকিগঞ্জের সভায় লক্ষাধিক লোকের জমায়েত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
