সময় যাচ্ছে যাক, এখনোতো রয়েছে
অন্ধকারে বোনা প্রিজমের চোখ
রয়েছে হাজারো পৃষঠার মুদ্রিত মানবিক রাত
এখনোতো রয়েছে সন্ধ্্যার ঘরঢাকা
সোনালি খাম চিঠি......
পাখিরা গাছে গাছে যাবার আগে
এখনও করেনি তমশার মিছিল
সময় যাচ্ছে যাক.....
সকাল দুপুরের কাছে করছে হাতবদল, করুক!
নদী গন্তব্যের আগে যাচ্ছে
কাঙ্গাল মৃত্তিকার ক্ষূধায় মিশে, সেও যাক.....
আকাশের নীলে মেঘেরা খেলছে লূকোচুরি!
সময় যাচ্ছে নদীও যাচ্ছে
যেখানে খুশি তারা যাক্......
তুমিও যাও
আমি মেঘের শয্যা শেষে
বৃষটির ঘ্্রাণ নিয়ে তবেই ফিরবো সন্ধ্যার বাড়ি ।
সময় যাচ্ছে যাক
তুমিও যাচ্ছো যাও
পাখির সাথে আমাকে চেয়োনা তমশার উতসবে ।