কিভাবে ঘুম আসে বলো?
আজ সন্ধ্যায় বেড রুমে একটি দুধরাজ সাপ ঢুকেছিল।
সাপ আতঙ্কে কেটেছিল সারাটা সন্ধ্যা । এখনো ভয় পিছূ ছাড়েনি...!
ভয় দূর করতে লাঠি সোটা নিয়ে শুভাকাংখি সায়মন সহ আরো চার পাচ জন এগিয়ে আসেন সে সময় । সাপ মারা বারণ । বড় ভাইয়ের উপদেশ। সাপ নাকি পৃথিবীর ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা পালন করছে । অবশেষে রাজার পদক্ষেপে একজন সাপুড়ের আগমন ঘটে ।
সাপুড়ের হাত থেকে সাপটি ফসকে গেলে সেকি দৌড়...! দৌড়ে আত্নরক্ষা করতে গিয়ে রাজা সায়মন বেশ খানিকটা আঘাত প্রাপ্ত হয়েছে । এদিক সেদিক ছূটোছুটির পর কেউ বলছেন সাপ এদিকে গেছে, কেউ বলছেন সাপ ওদিকে গেছে ।
অত:পর সাপটিকে যথাস্থানেই আবিস্কার করলো সাপুড়ে । হাত দিয়ে টেনে বের করলো । আমিও হাত দিয়ে সাপটিকে স্পর্শ করলাম । কই সাপ তো আমাকে কিচ্ছূ করেনি !
সাপুড়ে সেলিম একজন সৌখিন সাপুড়ে । ইতিপূর্বে সে কিং কোবরা ধরে ফরেস্ট কে দিয়েছিল । দুধরাজ সাপটিকে সে কি করবে জানতে চাইলে সে জানালো, সাপটিকে সে পাহাড়ে ছেড়ে দিবে ।
আসুন, আমরা আর সাপ মারবো না, এই বিষয়ে সচেতনতা গড়ে তুলি ।