যারে দেখিনি কোনদিন
হয় তো নয় মুখোমুখি! হাতধরি-
তবু স্বপ্নরা কড়া নাড়ে তৃষ্ণার ঘর
যেনো কতো চিনি তারে, সেই অপ্সরী ।
নিরব কোনো প্রহরে বৃক্ষ ছায়ায় বসে
আনমনে ছিলাম কি কোনো বেলা?
দূর সবুজের সীমানা ছাড়িয়ে মাঠের ওপারে
সে কবে দেখেছিলাম, রাখাল বালকের খেলা !
দুপুরের পলাতক ফ ড়িং
উড়ছে শাড়ীর আচলে
শিশূর উত্সুক চিমটি তার লেজুড়ে
দেখতে দেখতে এই-এখনো ঐ দলে ।
স্বপ্নরা তো বয়ষ বোঝার কথা-
তাহলে এ রাতে, কেনো ফূল হাতে ?!
অপ্সরী এক, রূপকথা নিয়ে আসে
নতুন একটি কিচ্ছা শোনাবে অজুহাতে !