আয়কর এর উপর বাজেট ২০১১-১২ এর প্রভাব নিয়ে একটু দেখতে গিয়ে মাথা ঘুরে গেল। ব্যক্তি শ্রেনীর করহার সামান্য কমানো হলেও বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা অনেক কমানো হয়েছে।
যেমনঃ
১) আগে- মোট আয়ের ২৫% পর্যন্ত বিনিয়োগের উপর ১০% কর রেয়াত সুবিধা পাওয়া যেত।
এখন- মোট আয়ের ২০% পর্যন্ত বিনিয়োগের সুবিধা পাওয়া যাবে। [ধারা ৪৪(৩)এ]
ফল - সবার কর বাড়বে।
২) আগে - বিনিয়োগের সর্বোচ্চ সীমা ছিল ১০ লাখ টাকা (কিন্তু মোট আয়ের ২৫% পর্যন্ত)
এখন - বিনিয়োগের সর্বোচ্চ সীমা ১ কোটি টাকা (কিন্তু মোট আয়ের ২০% পর্যন্ত) [ধারা ৪৪(৩)এ]
ফল- বড়লোক কম ট্যাক্স দিবে
৩) আগে- শেয়ার এর ক্রয়মূল্য বিনিয়োগ হিসাবে বিবেচিত হত
এখন - শেয়ারে বিনিয়োগ থাকলে কোন লাভ নাই। [ষষ্ঠ তফসিলের পার্ট বি এর প্যারা ৮ ও ৯ বিলুপ্ত]
ফল- শেয়ার বাজারে লস খেয়ে সামান্য শান্তনা পাওয়ার কোন সুযোগ রইল না। বাজারে আবার ধস।
৪) আগে- ডিপিএস এ বিনিয়োগের কোন উর্ধ্বসীমা ছিল না
এখন- সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত ডিপিএস খাতে বিনিয়োগের সুবিধা পাওয়া যাবে। [ষষ্ঠ তফসিলের পার্ট বি এর প্যারা ১১]
ফল- সব টাকা সরকারের সন্ঞয়পত্র, বন্ড, সরকারী তহবিলে দান ইত্যাদির জন্য রেখে দিতে হবে। বাজারে যাওয়া বন্ধ। রাস্তায় বের হওয়া বন্ধ।
জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে Salient Features of Income Tax In Budget 2011-12 ডাউলোড করলাম। শুধু ভাল কথাগুলি লিখেছে। খারাপ বিষয়গুলোর কোনো উল্লেখ নাই।
আমার বুঝতে ভুল হলে অভিজ্ঞজন সংশোধন করে দিবেন।
এই বিষয়ে আপনাদের মতামত ও পরামর্শ কামনা করি।