যারা নিজে হজ্ব করার নিয়ত করেছেন বা যাদের নিকটাত্মীয়-বন্ধু-সহকর্মী হজ্বের নিয়ত করেছেন, তাদের জন্য এই ধারাবাহিক লেখাটি শুরু করলাম। আল্লাহ রব্বুল আলামীন আমাকে গত ২০০৯ সালে হজ্বের তাওফিক দিয়েছেন। সেই সফরের আলোকে আমার এ প্রয়াস।
হজ্বের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র
1. টাকা: কমপক্ষে ২০০ সৌদি রিয়াল সহ মোট ৩০,০০০/- মূল্যের ডলার/টাকা। টাকা নিলে ১০০০ টাকার নোট নিবেন।
2. কাগজপত্র: পাসপোর্টের ৩ সেট কপি, ১০ কপি ছবি, ই-টিকেট এর ৪ সেট কপি [১ সেট দেশে দিয়ে যাবেন, অন্য কপিগুলো প্রতিটি আলাদা স্থানে রাখবেন], এজেন্সির সাথে টাকা লেনদেন ও চুক্তি/লিফলেট/বিজ্ঞাপনের কপি, নোটপ্যড, কলম, এজেন্সির প্রতিনিধির সৌদি মোবাইল নম্বর ও ঠিকানা।
3. কোমরের বেল্ট: এখানে সবসময় রাখবেন-
a. মোট টাকার অর্ধেক [৫০০ রিয়াল পরিমান টাকা বড় ব্যাগে রাখবেন]
b. ই-টিকেট এর ১ সেট কপি
c. টয়লেট টিস্যু
d. এজেন্সির প্রতিনিধির সৌদি মোবাইল নম্বর ও ঠিকানা।
এগুলি অবশ্যই পলিথিন ব্যাগের ভিতর রাখবেন। নইলে ঘামে নষ্ট হতে পারে।
4. গলার ব্যাগ: এখানে সবসময় রাখবেন-
a. অবশিষ্ট টাকা, ভাংতি টাকা
b. মূল পাসপোর্ট [পাসপোর্ট যতক্ষণ আপনার কাছে থাকবে], পাসপোর্টের ১ সেট কপি, ৩ কপি ছবি,পাসপোর্টের ১ সেট কপি, ৩ কপি ছবি,
c. ই-টিকেট এর ১সেট কপি
d. কর্তৃপক্ষের দেয়া কার্ডসমূহ
e. টয়লেট টিস্যু
f. হজ্বের বই
g. মোবাইল ফোন
h. এজেন্সির প্রতিনিধির সৌদি মোবাইল নম্বর ও ঠিকানা।
5. দুই ফিতাওয়ালা রোপ ব্যাগ: এটি সব সময় সাথে রাখতে পারেন। এতে তাওয়াফের সময় চপ্পপল ও অন্যান্য ছোটখাট জিনিস বহন করা যায়।
6. মাঝারি আকারের ব্যাগ: হজ্বের মূল দিনগুলিতে এটি কাজে লাগবে। এখানে রাখবেন-
a. এহরামের কাপড়- ১ সেট।পলিথিন ব্যাগের ভিতর রাখবেন।
b. গন্ধবিহীন ভেসলিন। Unilever কোম্পানির একটি গন্ধবিহীন ভেসলিন সবখানেই পাবেন।
c. শুকনো খাবার- খেজুর, বিস্কুট, চিড়া ভাজা, ইত্যাদি + পানির বোতল
d. ছাতা
e. চাদর [বিছানার+গায়ে দেবার]
f. গামছা/পাতলা তোয়ালে- ২টি
g. অতিরিক্ত ১ জোড়া চপ্পল
h. প্লাস্টিকের মাদুর
i. থালা, গ্লাস, চামচ
j. ২ রোল টিস্যু
k. রেজর কিট [মক্কায় কমদামে ভাল ডিসপোজেবল রেজর কিনতে পারবেন, ১ রিয়াল দাম]
l. মাল্টি ফাংশন ছুরি
m. মোবাইল ফোন ও চার্জার
n. ৫ প্যাক স্যালাইন, গ্লুকোজ, ওষুধ
7. বড় ব্যাগ: চাকা যুক্ত, ২৪ ইঞ্চি বা কাছাকাছি মাপের ব্যাগ। ব্যাগটি নাইলনের দড়ি দিয়ে বেঁধে নেয়া ভাল।এতে রাখবেন
a. এহরামের ১ সেট কাপড়
b. দড়ি- ২০ ফুট পরিমান
c. সুই-সুতা
d. ওষুধ, ১০ প্যাক স্যালাইন, গ্লুকোজ
e. অতিরিক্ত ১ জোড়া চপ্পল
f. গামছা/পাতলা তোয়ালে- ২টি
g. গন্ধবিহীন ভেসলিন।
h. ব্যবহার্য জামা কাপড়- ৩ সেট
i. মাফলার
j. গায়ে দেয়ার চাদর
k. সানগ্লাস [এহরাম অবস্থায় পড়বেন না]
l. পাতলা জায়নামাজ, টুপি
m. গজ টেপ/অ্যডহেসিভ টেপ [যা ব্যাগের লেবেল দিতে ব্যবহার করা যাবে]
n. চিরুনি, আয়না, নেইল ক্লিপার, ছুরি
o. কাপড়ের ক্লিপ -৬টি, হ্যাঙ্গার- ২টি
p. মার্কার কলম
q. মোজা
r. ছাতা, ক্যাপ
s. ছোট সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, গুড়া সাবান
8. এয়ারপোর্টে যাবার সময় অবশ্যই হাতের মাঝারি ব্যাগে রাখবেন-
a. মূল পাসপোর্ট, পাসপোর্টের ১ সেট কপি, ৩ কপি ছবি,
b. এহরামের ১ সেট কাপড়
c. শুকনো খাবার, পানির বোতল
d. মোবাইল ফোন ও চার্জার
e. ১ জোড়া চপ্পল [যদি বাসা থেকে চপ্পল পড়ে বের হন তাহলে অন্য জোড়া চপ্পল বড় ব্যাগে থাকবে]
f. ১০০/২০০ সৌদি রিয়াল
9. এয়ারপোর্টে যাবার সময় অবশ্যই হাতের ব্যাগে রাখবেন না-
a. পান/জর্দা বা কোন মশলা
b. ওষুধ, টুথপেস্ট
c. ছুরি, কাঁচি, ধারালো বস্তু
d. কোন প্রকার খেলনা
e. অন্য কারো অনুরোধে কোন পন্য পরিবহনের দায়িত্ব নিবেন না।
10. লেবেল তৈরি:
a. সৌদি সরকারের নির্দেশনা অনুসারে প্রতিটি ব্যাগে ইংরেজিতে এই তথ্যগুলি দিয়ে লেবেল দিতে হবে:
Pilgrim Name,
Nationality
Passport Number
Air Carrier and Flight Number.
b. যেহেতু আসা যাওয়ার Flight Number আলাদা হবে, তাই আলাদা লেবেল নিতে হবে
c. অতিরিক্ত সুবিধার জন্য ছবি দিয়েও লেবেল দিতে পারেন। এতে এয়ারপোর্টে আপনার ব্যাগ খুঁজে পেতে সুবিধা হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৩