বাংলা ব্লগ গুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ব্লগ এই সামহোয়ারইন ব্লগ। স্বাভাবিকভাবেই এই ব্লগে ব্লগার যেমন বেশি ভিজিটরও তেমন বেশি হবে এটাই স্বাভাবিক।
নিয়মিত ব্লগারদের ব্যাপারে নয়, যারা অনিয়মিত, যারা ভিজিটর তারা স্বভাবিকভাবেই সাম্প্রতিক মন্তব্যের ঘরতো বটেই নির্বাচিত পাতার দিকে চোখ বুলান, কি ধরনের পোস্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তা এই নির্বাচিত পাতা দেখলেই বোঝা যায়।
আজকে এই নির্বাচিত পাতার প্রতি চোখ দিয়ে একটু আতঁকেই উঠলাম একটা নিতান্তই ফান পোস্টকে ঠিক কি মনে করে নির্বাচিত করা হয়েছে তা আমার বোধগম্য হচ্ছে না।
অনেক সময় দেখা যায় আগরে দিনের দুপুরের/বিকালের পোস্ট সেদিন নির্বাচিত পাতায় না যেয়ে পরের দিন নির্বাচিত পাতায় যেতে। তবে কি এই পোস্টটির ব্যাপারে মডারেটর/পোস্ট নির্বাচকের বিশেষ কোন দূর্বলতা আছে?
আড়ালে আবডালে শুনি যার পোস্ট তিনি নিজেও নাকি মডারেটর। তাহলে তিনি কি নিজেই তার ফান পোস্টখানা নির্বাচিত পাতায় তুলে দিয়েছেন?
তিনি মডারেটর হলে তো আমার এই পোস্ট দেখেই আমাকে কমেন্ট ব্যান বা পোস্ট ব্যান বা জেনারেল পদমর্যাদায় ভূষিত করবেন।প্লিজ, আমাকে কোন পদমর্যাদায় ভুষিত করার আগে আমার কথার যৌক্তিকতা বিচার করুন।
দেখুন, যিনি পোস্ট দিয়েছেন তার প্রতি আমার কোন অভিযোগ নাই। তিনি নিতান্তই ফান হিসাবে পোস্টটি দিয়েছেন। কিন্তু যিনি নির্বাচিন করেছেন তার কি আরেকবার ভেবে দেখা উচিত ছিল না নির্বাচিত পাতার মর্যাদার কথা???
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬