প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে বাঙলা পত্রিকাগুলোর ই-সাইটগুলোতে চোখ বুলাচ্ছিলাম। হঠাত করে চোখে পড়লো এই লেখাটি: লড়াইয়ের নায়ক আমজাদ। খুব অবাক হলাম, রীতিমতো বিষ্মিত!
বাংলাদেশ যখন বর্হিবিশ্বে প্রতিনিয়ত "নিউজ" হয় বন্যা, মঙ্গা, এসিড সন্ত্রাস, জঙ্গি, বিএনপি-আওয়ামী দ্বন্দ, যুদ্ধাপরাধ বিচার কেন হবে ইত্যাদি নিয়ে তখন বাংলাদেশের এত বড় এ্কটা প্রাপ্তির খবর প্রায় আড়ালে!! পার্শ্ববর্তী দেশ ভারতে যখন এই পুরষ্কারের মনোনয়ন নিয়েই এ্ত উচ্ছ্বাস চলতে পারে সেখানে আমাদের এ্কটা সাড়াশব্দ পর্যন্ত নেই। পোলিওর বিরুদ্ধে লড়াইয়ের নায়ক-কে নিয়ে প্রথম আলোতে শুক্রবারের অন্য আলোতে আলাদা করে আলোকপাত না করলে আমি তো জানতামই না, আর আদৌ অন্য কেউ জানতো কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে!
অবশ্য একটা কারণ হতে পারে, যা দিয়ে দেশের এতবড় (যদিও ব্যক্তি পর্যায়ে) একটা সম্মান পুরোপুরি আড়ালে চলে গেছে। সেটি হচ্ছে, সাংবাদিক দম্পতির খুন কিংবা আমাদের মন্ত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে সরস মন্তব্য! মহাজোট সরকার আর কোন বিষয় নিয়ে সাফল্য পাক না পাক. এতে কোন সন্দেহ নেই যে, তারা অসাধারণ মাপের কিছু বাচাল এমপি-মন্ত্রী পেয়েছেন! কেউ দৌড়ে জিতে হয়ে যানযোগাযোগ মন্ত্রী , অথবা কেউ বকবক করে হয়ে যান রেল মন্ত্রী! সত্যিই অসাধারণ!
তবু আশাবাদী আমরা, আশায় বুক বাঁধতে আমরা বড়ই ভালোবাসি! আমাদের জীবন সেই চাতক পাখির মতো যে, সারাটা জীবন বৃষ্টির আশায় মুখটা আকাশের দিকে তুলে কাটিয়ে দেয়, এই বুঝি বৃষ্টি পড়লো! তাকিয়ে থেকেই আমাদের জীবন যায়, যৌবন যায়, জীবনের র্নিযাস, ছিনিয়ে নিয়ে যায় নিষ্ঠুর বর্তমান, আমরা রয়ে যাই সেইসব "উইন্ডো শপার" যে বড় বড় দোকানের দিকে শুধু তাকিয়েই থাকে সারাটি জীবন, কিছু কিনতে কখনোই পারেনা...