গতপরশু দিন থেকে খুব দু:শ্চিন্তায় আছি...।
প্রচন্ড দু:শ্চিন্তায়।
সত্যি কথা বলতে কি, আমি সেই ভাগ্যবান ১০,০০০ বাঙ্গালীর একজন, যার মাঠে বসে সরাসরি বিশ্বকাপ উদ্বোধনীটা দেখার সৌভাগ্য হয়েছে এবং মাঠ থেকে বের হওয়ার সাথে সাথেই বোঝা হিসেবে কাঁধে নিয়ে এসেছি একরাশ দু:শ্চিন্তা...।
কি হতে পারে আজকে..? বাংলাদেশ কি এবারও শুরুতেই হারিয়ে দেবে ভারতকে? নাকি প্রত্যাশার ভয়াবহ চাপকে উপেক্ষা না করতে পেরে তলিয়ে যাবে ব্যর্থতায়? নাকি মাশরাফি বিহীন বাংলাদেশের বোলিংকে উড়িয়ে দিয়ে ভারত ছুঁড়ে দেবে অসম্ভব কোন এক স্কোর?? নাকি বরাবরের মতো তাসের ঘরের মতো ভেঙ্গে পড়বে আমাদের ব্যাটিং স্কোয়াড?? নাকি শেবাগ প্রথম বলেই হাঁসের সোনালী ডিম পেড়ে হতাশায় মাথা নাড়তে নাড়তে বের হবে মাঠ থেকে..??
আসলে, এই প্রশ্নগুলোর উত্তর বিধাতা ছাড়া এই মুহুর্তে কেউই দিতে পারবেন না..! কিন্তু গত দিনের ভারতের পত্রপত্রিকাগুলোতে উদ্বোধনীকে অনুষ্ঠানকে ঘিরে নোংরামি করা হয়েছে, তাতে আসলে নিজেদেরকেই ছোট করেছে তারা... যেখানে উন্নাসিকব্রিটিশ মিডিয়া পর্যন্ত প্রশংসায় রত সেখানে "কলিকাতার" পত্রিকা "আনন্দবাজার বলেছে" "রং আর আলোর ভীড়ে হারিয়ে গেছে ক্রিকেট!!" "টাইমস অফ ইন্ডিয়া বলেছে: The world-cup opening ceremony in Bangabandhu Stadium here tasted like overcooked biryani. " অথচ ব্রিটিশ প্রভাবশালী দৈনিক "দ্য গার্জিয়ান" অনুষ্ঠানকে সফল ঘোষণা দিয়ে বলেছে: "They(Bangladesh) could still win a World Cup before England...!" নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারত যে নোংরামির পথ বেছে নিয়েছে, তা দেখে শুধু একটি কথাই বলতে ইচ্ছা করে: "দাদারা নিজেদের ধুতি সামলাতে পারেন না, অন্যদের কাপড় নিয়ে টানাটানি করেন!!!!"(এই উক্তিটি ব্লগার: সাদাকালোরং)। যেখানে Cornelia D'costa নামক একজন অচেনা বিদেশিনীর উদ্বোধনী অনুষ্ঠানের সম্পর্কে মতামত: What an awesome choice to select the rickshaw pullers in a mega event like world cup. As a nation Bangalis have shown respect to the mass and have not forgotten that it's them who make a nation. thumbs up!!... আমি সত্যিই গর্বিত একজন বাঙ্গালী হয়ে..!!
শুধু তাই নয়, শেবাগ-জহিররা যে ধরণের ঔধত্য দেখিয়েছে... তার কোন জবাব কি আমাদের তরুণ তুর্কীরা কি দিতে পারবেনা?? তামিম, সাকিবেরা কি আরেকবার গুঁড়িয়ে দিতে পারবেনা ভারতের বিশ্বকাপ স্বপ্ন???? আমরা কি আরও একবার বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবোনা..???
আমাদের কে পারতেই হবে..। আমরা পারবোই..। আল্লাহ আমাদের সহায় হোন। তাই বাংলাদেশ দলের জন্য আজ শুধুই শুভকামনা, শুধুই প্রার্থনা.. হে পরম করুণাময়, আপনি আরেকবার দিকে মুখ তুলে তাকান আমাদের দিকে। আমাদেরকে সেই শক্তি দিন, যেন আমরা এই সমালোচনার জোড়ালো জবাব দিতে পারি, যেন গুঁড়িয়ে দিতে পারি ভারতের মেরুদণ্ড..!! আমিন।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৬