মুভিটির পটভূমি- ইংল্যান্ড। যদিও মুভিটিতে অলিভারের বাবা-মার কোন ঘটনা দেখানো হয়নি। তারপরও মুভিটির বিভিন্ন সিকোয়েন্সে কিছু খন্ড খন্ড ডায়ালগের মাধ্যমে "অলিভার" নামের সেই কিশোরকে অনাথ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে!!
......মুভিটির শুরুতেই দেখা যাবে অলিভারকে সাথে নিয়ে একজন লোকের অনাথ আশ্রমের দিকে যাওয়া এবং সেই অনাথ আশ্রমেই অলিভারের আশ্রয় লাভ। অতঃপর অনাথ আশ্রমের হাড়ভাঙ্গা পরিশ্রমের বিপরীতে স্বল্প খাওয়ার ব্যবস্থা। এ কারনে একদিন বাড়তি খাবারের জন্য মৃদু আব্দার করে বসে অলিভার। আর একারনে অনাথাশ্রম কর্তৃপক্ষ তাকে আশ্রম থেকে বের করে দিয়ে অন্য একটা বাড়ীতে পাঠিয়ে দেয়। কিন্তু সেই বাড়ীর মালিকের ছেলে অলিভারের সামনে অলিভারের মা'র ব্যাপারে কটু কথা বললে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এবং সব দোষ অলিভারের কাঁধে দিয়ে অলিভারকে প্রহার করা হয়!! একসময় অলিভার আরো উন্নত জীবন ব্যবস্থার স্বপ্ন নিয়ে সেই বাড়ী থেকে পালিয়ে লন্ডনের উদ্দেশ্যে পায়ে হেটে যাত্রা শুরু করে এবং পথিমধ্যে ক্ষুধার্ত ক্লান্ত অলিভারের করূন অবস্থা মুভিটি না দেখলে বুঝানো সম্ভব নয়!!!
......এভাবে একসময় লন্ডনে পৌছে যায় অলিভার এবং রাস্তার ধারে পড়ে থাকা অবস্থায় এক ছোট পকেটমার বালকের সাথে পরিচয় হয়। সেই পকেটমার বালকের সহায়তায় অলিভারের আশ্রয় হয় পকেটমারদের আস্তানায়!! সেখানে তাকে চুরি ও পকেট মারার প্রশিক্ষন দেওয়া হয়। যদিও কিশোর অলিভারের চিন্তা চেতনা, স্বপ্ন সম্পূন্ন অন্যরকম। সে ভদ্র ভাবে সন্মানের সাথে বাঁচতে চায়। সে চোরদের জীবন বেছে নিতে অস্বীকৃতি জানায়। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়??!! ইচ্ছার বিরুদ্ধে লড়াই করে কতক্ষনই আর টিকে তাকা যায়??!!! মুভিটির থ্রিলিং পার্টের শুরু এখান থেকেই............।
মুভিটির স্টোরিলাইন বেশ সিম্পল হলেও "The Pianist " খ্যাত পরিচালক "Roman Polanski " এর মুন্সিয়ানা আপনাকে প্রায় দুই ঘন্টা "Oliver Twist" এর সাথে আটকে থাকতে বাধ্য করবে- এটা বলতে পারি। সেই সাথে মুভিটির বিভিন্ন সিকোয়েন্সে দর্শকদের ইমোশন নিয়ে যে খেলাটা খেলা হয়েছে, তার প্রশংসা না করে পারা যায়না এবং মুভিটিতে ক্যারেক্টার গুলোর অভিনয় দক্ষতা পুরোপুরি মুগ্ধ হয়ে যাবার মত। আর মুভিটিতে ১৮ শতকের লন্ডনের যে চিত্র ফুটে তোলা হয়েছে, তা সত্যিই অসাধারন............!!
আমার মত যারা ক্লাসিকাল মুভির চরম ভক্ত আশা করছি মুভিটি তাদের ভালো লাগবেই!!! হ্যাভ এ গ্রেট শো টাইম!!!
=============================================
মুভি বিস্তারিত:
------------------------------------
মুভির নাম: Oliver Twist.
জেনরস্: Drama.
আইএমডিবি রেটিং: ৬.৯
ফাইল সাইজ: ৭০০ মেগাবাইট।
ডাউনলোড লিংক: ৭০০ মেগাবাইটের টরেন্ট লিংক। চেকড্!!
=============================================
ব্লগে মুভি নিয়ে প্রচুর পোষ্ট আসছে। আর তাই ভেবেছিলাম যে আপাতত মুভি রিভিউ নিয়ে কোন পোষ্ট দিবনা। কিন্তু গতকালকে আমার প্রিয় ব্লগার "নাফিজ মুনতাসির" ভাইয়ের জন্মদিন হয়ে গেল। অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু আমি ইচ্ছা করেই শুভেচ্ছা জানাইনি। কারন ইচ্ছা ছিল যে উনাকে একটু অন্যভাবে শুভেচ্ছা জানাব। আর তাই সেই দায়বদ্ধতা থেকে এই মুভি রিভিউ পোষ্ট। ব্যক্তিগত ব্যস্ততা আর আলসেমীর কারনে উনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বেশ দেরী হয়ে গেল। তবে আশা করছি নাফিস ভাই ব্যাপারটা ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন!!! এবং এই পোষ্ট "নাফিজ মুনতাসির " ভাইকে উৎসর্গ করলাম।
নাফিজ ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই!!!
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১২ রাত ১০:৩০