গতকালকে ছোট্ট একটা একুরিয়াম কিনেছি শখের বশে। ৪ টা গোল্ড ফিশও কিনেছিলাম। সাথে মাছের খাবার, সাজানোর জন্য পাথর (পাথর গুলো রাস্তার পাশ থেকে কুড়িয়ে এনেছি), কি একটা মাছের ভিটামিন (দোকানদার কিনতে বলল, তাই কিনেছি), একটা প্লাস্টিকের গাছও কিনেছি। দোকানদার আমাকে আরো কিছু জিনিস কিনতে বলেছিল, যেমন- একুরিয়াম জীবাণুমুক্ত করার কি একটা লিকুইড, পানি নোনতা করার আরেকটা লিকুইড!! কিন্তু আমি ভেবেছিলাম জাষ্ট বিক্রির জন্যই দোকানদার আমাকে কিনতে বলছে। তাই আমি এইগুলো কিনিনি। বুঝতে পারছিনা এগুলোর জন্যই মাছ গুলো মরে যাচ্ছে কিনা!!!
গতরাতেও দেখেছি মাছ গুলো বেশ সুস্থ ছিল!!

মনটা খুব খারাপ। টাকার জন্য না!! মাছ গুলো মরে যাচ্ছে এই জন্য!! এখন পর্যন্ত ২ টা মাছ মরে গেছে!! বুঝতে পারছিনা কি থেকে কি যে হয়ে গেল!!

অন্য মাছ গুলোও মরে যাবার আগেই সতর্ক হতে চাই!!

দয়া করে পরামর্শ দিন। কি করব এখন!!?? বা ভবিষ্যতের জন্য কি কি সতর্কতা গ্রহন করতে হবে??!!------------------------------------------------------------------
মাথা আউলা ঝাউলা হয়ে আছে!!

তাই গুছিয়ে লিখতে পারলাম না!!! দয়া করে পরামর্শ দিয়ে সাহায্য করুন।