"PUBLIC ENEMIES" মুভিটা দেখি আজ থেকে প্রায় বছর খানেক আগে। সেই সময় সাবটাইটেলের অনুপস্থিতি, তথাকথিত ফালতু ডিভিডি-প্রিন্ট আর আমার মস্তিস্কের অপরিপক্কতা জনিত কিছু সমস্যার কারনে সেই সময় মুভিটা তেমন এনজয় করতে পারিনি!! তবে কয়েকদিন আগে সাবটাইটেল সহকারে মুভিটা দেখার পরে কেমন জানি খুব ভালো লাগলো!!
মুভিটার প্রধান চরিত্রে রয়েছেন "পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান" খ্যাত 'জনি ডেপ"। তাও আবার সম্পূর্ন নেগেটিভ চরিত্রে (আমার কাছে তাই মনে হয়েছে)!! একেবারে ব্যাংক ডাকাতদের সর্দার..!! তবে মুভিতে প্রধান চরিত্র কিন্তু সে'ই এবং মুভির পটভূমি উনবিংশ শতাব্দীর প্রথম দিককার।
জনি ডেপকে যারা সবসময় পজেটিভ চরিত্রে দেখে এসেছেন, তারা এই মুভিতে সম্পূন্ন ভিন্ন চরিত্রে দেখবেন!! সচরাচর থ্রিলিং টাইপের মুভিতে যা হয়, যেমন- গান ফাইট, কার চেজিং, বিট্রে সবই পাবেন এই মুভিতে।
মুভির প্রথমেই দেখা যাবে জনি ডেপের নেতৃত্বে কয়েকজন কয়েদি বন্ধুকে জেল থেকে মুক্ত করে আনার এডভেন্চার। এবং সেখানে কিছু ভুলের কারনে জেল কর্তৃপক্ষের সাথে তুমুল গান-ফাইট, পলায়নে সফল হওয়া অতঃপর অর্গানাইজড হয়ে ব্যাংক ডাকাতির মহোৎসব শুরু। মুভিটির কাহিনী বিশদ ভাবে বললে হয়তোবা দেখার আগ্রহ কিছুটা হলেও কমে যেতে পারে, তাই বিস্তারিত কিছু বললামনা।
মুভিতে বিভিন্ন মুহূর্তে ব্যবহার করা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে চরম লেগেছে!! সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মুভির নায়িকার সাথে জনির ডেপের আবেগঘন মুহূর্তের পরিধি খুব কম মনে হলেও মুভিটা দেখা শেষ করার পরে মনে হতে পারে নায়িকার প্রতি জনি ডেপের এত্ত ভালোবাসা!!?? মুভিতে ব্যবহ্বত নায়কের কিছু কিছু ডায়ালগ, এক্সপ্রেশন নায়কের গভীর ভালোবাসার কথাই আপনাকে মনে করিয়ে দিবে!!
মুভিতে শেষ মুহূর্তে একটা ডায়ালগ আছে। ডায়ালগটা কেমন জানি আমার মনকে ছুয়ে যায়!! ডায়ালগটা এমন- So why are you coming here to see me? To see the damage you've done.
ডায়ালগ টা মুভিটার কোন মুহূর্তের সেটা এখানে বললাম না। মুভিটা দেখা শেষ করলেই বুঝতে পারবেন!!!
**************************************************
মুভি বিস্তারিত:
--------------------------
মুভির নাম: PUBLIC ENEMIES
জেনরস্: Biography, Crime, Drama, History.
আইএমডিবি রেটিং: ৭.০
ফাইল সাইজ: ৫১৮ মেগাবাইট।
ডাউনলোড লিংক: টরেন্ট লিংক। চেকড্!!
আপডেট (১১/০১/২০১২) : এর আগে পোষ্টে মিডিয়াফায়ার লিংক দিয়েছিলাম কিন্তু একজন ব্লগারের অডিও রিলেটেড অভিযোগের কারনে সেটা রিমুভ করে দিয়ে টরেন্ট লিংক দিলাম। আশা করছি এবার আর সমস্যা হবেনা।
***************************************************
আর ডাউনলোড রিলেটেড কোনও সমস্যায় পড়লে আশা করছি জানাবেন। ভালো থাকুন।
**************************************************
এই মুভিটার রিভিউ লিখে রেখেছিলাম আজ থেকে প্রায় ১ মাস আগে। কিন্তু আত্মবিশ্বাসের অভাবে পোষ্ট করা হয়নি। কারন আমার মুভি রিভিউ গুলো সব সময়ই জগাখিচুড়ী টাইপের হয়ে থাকে!! তবুও আজকে সাহস করে পোষ্ট করলাম। আশা করছি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে যারা এই রিভিউ পড়লেন।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৩