মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
জোছনা এলো গভীর রাতে জুরিয়ে দিয়ে জ্বালা
মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
জোছনা এলো গভীর রাতে জুরিয়ে দিয়ে জ্বালা
কিছু কথা হাওয়ার বুকে
কিছু কথা জলে
কিছু কথা গুমরে মরে স্মৃতির খেয়ালে
আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে
আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে......................
দিন ছিলো সব বাধন হারা
ঘুর্ণি ছিলো মনে
প্রথম দেখা বর্ষা এলো মেঘের আলাপনে.............
মনের ভাষা সেদিন যখন মুখের ভাষা হোলো
পা বাড়াতেই আমার শহর ভীষণ এলোমেলো
হারালো সেই রাঙা বিকেল পথের বাঁকের শেষে
আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে
শান্ত দুপুর নিঝুম শহর
বেঁচে থাকার ঘর
ছই ভেসে যায় বুকের ভেতর গভীর সরোবর
এই কি সুখ ভালোবাসার
একা এবং একা
স্বপ্নে পাওয়া পাগল হাওয়া আরাল করে রাখা
আরাল ভেঙে ভিরের মাঝে সবি গেলো মিশে
আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে................
গানটা আগেও অনেক বার শুনেছিলাম। কিন্তু সব সময় গায়তাম, "তিন কন্যা ঘুমাও বিদেশে" আজকে প্রথম জানতে পারলাম "তিন কন্যা' নই "হিম কন্যা"। খুবি হাসি পাচ্ছে। গানের ভাষা লিখিত ভাবে প্রকাশ করার জন্য মিট্টু তোকে অনেক ধন্যবাদ। গানটা আবার নতুন করে শুনছি।
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২১