কম্পুটার ইন্টারনেট নিয়া ঘরনীর ফুটো পয়সারও উৎসাহ নাই। এটা মাঝে মাঝে আমাকে বেশ পীড়া দেয়। কয়েক দিন থেকে ভাবতেছিলাম ঘরনীকে ইন্টারনেট ব্যবহার করা শিখাইবো। আজকে একটা লিস্ট করতে বসলাম তাকে ইন্টারনেট, ফেসবুকিং শেখালে ভাল-মন্দ কি কি ঘটতে পারে। লিস্টটা দাড়াইলো এইরকম ....
* ফেসবুকে আমি মাঝে মাঝে যে টাংকিবাজি করি সেইগুলা আর বউয়ের চোখ এড়িয়ে করা যাবে না..

* বন্ধুলিস্টের সাবেক প্রেমিকাদের সাথে সুযোগ বুঝে যে ইটিস-পিটিস চলে তা বন্ধ হয়ে যাবে...

* এখন যেমন সময়ে-অসময়ে চা-কফি-মুড়িমাখা কপালে জোটে পরে তা নাও জুটতে পারে। কারন ফেসবুকিং শিখলে উনি দিনের বেশখানিকটা সময় সেখানে দিবেন।
* ফেসবুকে একাউন্ট খুললে স্বাভাবিক ভাবেই টাংকিবাজির শিকার হবেন, এর কয়দিন পরে হয়তো তিনি নিজেই টাংকিবাজি শুরু করে দিবেন...

* ফেসবুকে/ইন্টারনেটে আমাকে নজরদারিতে রাখতে সব সময়ে অসময়ে আমার ঘাড়ের পিছনে নিঃশ্বাস ফেলতে থাকবে। তাতে আমার সব কাজের দফারফা।

* বউ নেট ব্যবহার করলে তার সাথে কেউ টাংকি মারতেছে কিনা, বা সে কারো সাথে টাংকি মারতেছে কিনা সেটা খোঁজ-খবর করতে দিনের ঘন্টাখানেক সময় নষ্ট হবে। সাথে টেনশন ফ্রী ...

গবেষনা শেষে একটা শান্তির নিঃশ্বাস ফেললাম, এই ভেবে যে, এখনই অনেক শান্তিতে আছি .... আলহামদুলিল্লাহ .... আর খাল কেটে কুমীর ডেকে আনার দরকার নেই ...


সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭