১২ অক্টোবর ফ্রী ডোমেইন এর জন্যে রেজিষ্ট্রেশন করেছিলাম http://www.co.cc সাইটে। বিনিময়ে পেয়েছিলাম একটি ফ্রী ডোমেইন। পরে ঐ সাইটে আমার একাউন্টে লগইন করে প্রথম পাতায়ই দেখলাম রেফারাল প্রোগ্রাম এর অপশন। সেখানেও রেজিষ্ট্রেশন করে নিলাম।
আমার কয়েকটি সাইটে বসিয়ে দিলাম আমার রেফারাল লিংক। আমার লিংক ধরে যখনই কেউ একজন নতুন সাবডোমেইন রেজিষ্ট্রেশন করে সাথে সাথেই আমার একাউন্টে জমা হয় ০.১০ ডলার। গত বিশ দিনে আমার রেফারাল লিংক ধরে ৪৩ জন নতুন co.cc রেজিষ্ট্রেশন করায় এখন ৪.৩ ডলার এর গর্বিত মালিক আমি।
সর্বনিন্ম ১.০ ডলার জমা হলেই পেপ্যাল বা চেকের মাধ্যমে ডলার গ্রহন করা যায়। তবে কম ডলার ড্র করলে কমিশনেই সব খেয়ে যায়। তাই পেপ্যালে পেমেন্ট নিলে ২০+ ডলার আর চেকে হলে ১০০+ ডলার ড্র করা উত্তম।
http://www.co.cc শুধুমাতো ফ্রী ডোমেইন সাপোর্ট করে। হোস্টিং এর জন্যে আপনাকে অন্য কারো সাহায়্য নিতে হবে। এক্ষেত্রে http://www.000webhost.com থেকে হোস্টিং নিতে পারেন। এরা বিজ্ঞাপন বিহীন ফ্রী ১৫০০ মেগাবাইট হোস্টিং দেয়। http://www.000webhost.com সাইটও রেফারাল প্রোগ্রাম সাপোর্ট করে। প্রতিটি ভ্যালিড নিউ রেফারাল এর জন্যে আপনি পাবেন ৫ ডলার। তবে এদের রেফারাল প্রোগ্রাম ততটা বিশ্বস্ত নয়। ইনভ্যালিড আখ্যা দিয়ে এরা আপনার অনেক টাকা বাতিল করে দিবে।
হ্যাপী ডোমেইন হোস্টিং । ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১০:০৮