ছোট্ট বন্ধুরা!
তোম্রা কি জানো আইজকা বিশ্ব দিবস দিবস! তাহলে বলি শোনো-
সকালটা শুরু হৈলো ঘুমদিবস দিয়া। সকালে ঘুম থেইকা উইঠাই বুঝলাম দিনটা শুরু হৈছে ঘুমায়া। ঘুম থেইকা উইঠা কিছুক্ষন আড়মোড়া দিবস পালন কর্লাম। বন্ধের দিন বৈলা বিছানান মায়া ত্যাগ কর্তে পার্তাছিলাম্না। তাই আড়মোড়া দিবসটা খালি লম্বাই হৈতেছিলো।
কিন্তু ঐদিকে হাগু দিবস আমারে উথাল-পাথাল কৈরা ডাক দেওয়া শুরু কর্ছে। তার ডাকে সাড়া দিয়া বিশ্ব হাগু দিবস শুরু কর্লাম। পরে শৌচ দিবস, সাবান দিয়া হাত ধোয়া দিবসও একে একে পার হৈয়া গেলো।
ব্রাশ+পেস্ট দিয়া দাত মাজা দিবস কোন রকমে পার কৈরা হাত-মুখ ধৌত দিবস পালন কর্লাম। ঐদিকে পেটে ইন্দুরের্দল চৌচৌ দিবস পালন শুরু কৈরা দিছে। তাদের ঠেকানোর লাইগা বিশ্ব নাস্তাপানি দিবস পালন কৈরা পরে কফি দিবস পালন কর্তে কর্তে একইসাথে বিশ্ব ব্লগিং দিবস পালন কর্তে বৈয়া গেলাম।
দোয়া রাইখেন আইজকা আর কিকি দিবস পালন করমু তা পরে কৈয়া যামুনে............
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৮