আজ গোটাদিন কিছু চিহ্নের খোঁজে-- রঙচটা সূর্যতেও
স্বস্তি নেই কোন, বেরসিক শুষ্ক চোখ বলে, এ তো বর্ষাকাল নয়-
অযথা বৃষ্টি ঝরাবেই বা কেন? অস্থির শাদা পাতায় লাল লাল ছোপ
বসে পড়ে শুধু-- ক্লান্তিহীন ছবি এঁকে চলে গুলশান দুই, ৭৯ নং সড়ক,
আর্টিজান হলি, অস্ত্রের ঝঙ্কার আর মৃতদের সারি, ভয়ার্ত মানুষের
ঝাঁক, মোম, ফুলের লহর, ভাঙা বুক।
একদিন ভুলে যাবো সব-- যেভাবে ভুলে যাই তোমার ঠিকানা,
চৌরাস্তার মোড়, রাজার আশ্বাসবাণী, ক্যান্ডেল লাইট ডিনার আর
অবিন্তার হাসি-- ভুলে যাবো নিশ্চিত, ভালবাসা শর্তহীন ভূমি এক -
সেরাজ্যে কালাশনিকভ আর চাপাতি নেই , নেই প্রতিদানের দায়,
যুক্তির অটুট বন্ধন।
(প্রসঙ্গতঃ বলে রাখা ভালো যে, অবিন্তার হাসিতে ঈশ্বরের ছায়া দেখেছি আজ )
ভুলতে পারি একথাও, যে হৃদয় বিনিময়যোগ্য শুধু হৃদয়ের সাথে--
ঈশ্বরের বসত সেখানেই।
হৃদয়েও অশ্রু ঝরে। আজ হৃদয়ে আমি কাঁদি।