(ফেসবুক বন্ধ করে স্বাধীনভাবে আমাদের মত প্রকাশের অধিকারকে কেড়ে নেয়া হয়েছে ।
এটা গনতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ-বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সমবেত চিত্কার)
অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা এবং দ্রুত ফেসবুক চালু করার দাবিতে রবিবার রাত বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসি'র রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।
সমাবেশে বক্তারা বলেন, ফেসবুক সহ অবাধ তথ্য প্রবাহ বন্ধ করে বাংলাদেশকে পাকিস্তান কিংবা আফগানিস্তান বানানো যাবে না। এদেশে মৌলবাদের কোন স্থান নেই। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে দেশের সর্বস্তরে আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহার নিশ্চত করতে হবে। ফেসবুক বন্ধ করে যুব সমাজকে আধুনিক বিশ্বের যোগাযোগ ব্যবস্থা হতে পিছিয়ে রাখার ষঢ়যন্ত্র চলছে।
রোববার দুপুর বারোটার মধ্যে ফেসবুক চালু করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা আরো বলেন, " দুপুর বারোটার মধ্যে ফেসবুক চালু করা না হলে মধুর ক্যান্টিনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল , মানববন্ধন সহ দ্রুত ফেসবুক চালু করার দাবিতে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।"
দ্রুত ফেসবুক চালু করার দাবি জানিয়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ঢাবি উপাচার্যের সাথে সাক্ষাত করে ।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ রাত ২:১০