মধ্যবিত্ত ও গরীব মানুষের রক্ত পানি করা আয় সেই সাথে বিদেশ থেকে আসা রেমিট্যান্সই দখলদার সরকারের যাবতীয় আশা ভরসা।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চেয়ে পশ্চাদপদতা অনেক বেশি। পরিসংখ্যা্নগুলো বিশ্লেষণ করলেই তা পরিষ্কার হবে।
আজ আমাদের দেশ পাঁচ দশকের চরম বেকারত্ব, কথিত উন্নয়নের নামে লুটপাট, দুর্নীতি, মাথাপিছু নাগরিকের লক্ষ টাকা ঋণের ভোঝা, অস্বাভাবিক মুদ্রাস্ফীতি মানহীন অপরিকল্পিত প্রকল্প, সেই সাথে ক্ষমতা কুক্ষিগত করে রাখার কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা, মানবাধিকার, সুশাসন , গণতন্ত্র ও বাকস্বাধীনতা না থাকায় আমেরিকা সহ পশ্চিমাদের প্রবল চাপে
আমাদের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক।
এতোদিন যে ৩৯ হাজার বিলিয়ন ডলারের রির্জাভের গালগল্প শুনাতো তা এখন ২০ হাজার বিলিয়ন ডলারে পরিণত হয়েছে।
এর ভেতর নতুন করে নির্বাচন নিয়ে অবৈধ ফ্যাসিস্টরা ক্ষমতা দখলের নীলনকশা এঁকে চলেছে...
যদি ব্যস্তবায়ন করে তবে একটি অনিশ্চিত ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় দেশটি।
তাই দল মত নির্বিশেষে সকল দেশপ্রেমিক সচেতন নাগরিকদের এখনি সিদ্ধান্ত নিতে হবে , আপনি কি আপনার সন্তানদের জন্য নিরাপদ বাংলাদেশ দেখতে চান নাকি ঝুঁকিপুর্ণ দেখতে চান।
যদি নিরাপদ বাংলাদেশ দেখতে চান তবে আসুন কাঁদে কাঁদ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।