যদি রাজনীতির পদ-পদবীকে পুঁজি না ভেবে দায়িত্ব ভাবা হতো!
যদি ব্যানার পোস্টারে পরিচিত হবার চেষ্টা না করে দেশ ও জনগনের সেবা করার মাধ্যমে পরিচিতি লাভ করতো!
যদি রাজনীতিবিদরা রাজনীতিকে ব্যবসায় পরিণত না করতো!
যদি জনপ্রতিনিধি হয়ে নিজেকে শাসক না ভেবে সেবক মনে করতো!
যদি দেশে শক্তিশালী গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা থাকতো!
যদি প্রতিহিংসার মাধ্যমে কাউকে না থামিয়ে নিজে তারচেয়ে ভালো কাজ করে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাবার তাড়না থাকতো!
তাহলে আমরাও উন্নত বিশ্বের কাতারে নিজেদের নিয়ে যেতে বেশি দিন লাগতো না।