'৭১ এ মোদী বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্দোলন করে জেলে গেছে?
এই কথাটিকে সত্য মনে করে গুরুত্ব সহকারে এনালাইসিস করি, এর অর্থ দাঁড়ায় এই -
"ভারত পরোক্ষভাবে বাংলাদেশ স্বাধীন হোক তা চায়নি"
কারণ যেখানে আমাদের মুক্তিযুদ্ধ কে এখনো তারা পাক-ভারত যুদ্ধ হিসাবে আখ্যা দিয়ে বিতর্ক করে, যে দেশে শিশু জন্মের পর পাকিস্তান বিদ্বেষ শেখানো হয়, সেখানে নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে ভারতীয় কারাগারে বন্ধী হয়েছে এমন দাবি কতটুকু গ্রহণযোগ্যতা রাখে?
তর্কের খাতিরে যদি মোদীর এমন দাবি মেনে নিই তাহলে এর অর্থ সুস্পষ্টভাবে কি দাঁড়ায়?
ভারত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলো!