তথাকথিত উন্নয়নের দোহাইয় দিয়ে যারা ১ যুগেরও বেশী সময় দেশের গণতন্ত্র হরন, মানাবাধিকার লঙ্গন করে ক্ষমতা দখল করে আছে।
সামন্য মশাই তাদের সেই কথাকথিত বাঁশ মার্কা উন্নয়নের চিত্র চোখে আঙ্গুল দিয়ে ধরে দিয়েছে।
বাংলাদেশ এখনো ডিজিটাল তো দূরে থাক বাসের যোগ্য হতে পারেনি।
আজ দেশের প্রথম সারির পত্রিকায় দেখলাম ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৫০ জনের বেশী নাগরিকের।
কোন সভ্য দেশ হলে অনেক আগেই এই ব্যর্থতার দায়ভার নিয়ে মেয়র, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করতো ।
স্বৈরাচারীর উলঙ্গ উন্নয়নের চিত্র সামান্য এক প্রকার মশায় উম্মোচন করে দিয়েছে। বুড়িগঙ্গাকে টেমস নদী, ঢাকাকে দেখতে প্যারিস শহর, হাতিরঝিলকে লন্ডনের মতো মনে হয় তারা যে আপাদমস্তক গর্দভ তা আবারো প্রমাণিত হয়েছে।
বাংলাদেশ ডিজিটাল তো দূরে থাক পৃথিবীর সবচেয়ে অনিরাপদ, বাসের অযোগ্য এবং ভয়ংকর দেশে পরিণত হয়েছে।
হে স্বৈরাচার তোমার বিভৎস চেহারা জাতির কাছে নতুন নয়, তুমি আর তোমার তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে আর ১ মিনিটও ক্ষমতায় না থেকে এই জাতিকে এবার মুক্তি দাও ।
আমরা তোমার এই নগ্ন উন্নয়ন চাই না, আমরা চাই একটি স্বাধীন, সার্বভৌম, স্বনির্ভর, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ
ডেঙ্গুজ্বরে মৃত্যের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:২৫